আমাদের কথা খুঁজে নিন

   

১৩ পাঁজড়ের মানুষ (বঙ্গবন্ধুর প্রতি বিনম্র শ্রদ্ধায়)

সুখীমানুষ

ওরা উপড়ে ফেলেছে আমার বুকের পাঁজড় হিংস্র থাবায় এক এক করে লুটে নিয়েছে রক্ষিত স্বপ্ন। আমি অমানবিক যন্ত্রনায় কাতরাচ্ছি, তবু বেঁচে আছি। বুকের বারোটি পাঁজড়ের কোনটাবা ছিলো বঙ্গবন্ধু কোনটাবা ছিলো সোনার বাংলা, কোনটাবা ... এরা বঙ্গবন্ধুকে মেরে ফেলেছে! এও সম্ভব? দয়াকরে তোমরা বলো 'না এ সম্ভব না, বঙ্গবন্ধুকে কেউ মারেনি' আমি তাহলে একটি পাঁজর ফেরত পাই। জানি এই কথা তোমরা কেউ বলবেনা। তোমরা বলবে বঙ্গবন্ধু বেঁচে আছেন আমাদের চেতনায়... আমি তোমাদের এই ছেলেভুলানো কথায় ভুলবোনা।

দয়াকরে তোমরা কেউ একজন আমাকে বলো সোনার বাংলা সত্যি সত্যি সোনার বাংলা করতে পেরেছো তোমরা। আমি জানি তোমরা তা বলতে পারবেনা, কেননা আমার সোনার বাংলার রাজপথে- আজ রাজাকারদেকে তোমার গাড়ীতে পতাকা লাগায়ে ঘুরতে দাও। ছিঃ... ছিঃ... তোমাদের প্রতি আমার ঘেন্না হয়। নিজের প্রতি আমার ঘেন্না হয়। আমি কেন পারিনা আর এক ক্ষুদিরাম হতে? আমি কেন পারিনা ওই সব পরাহ-নন্দনদেরকে পিশাবের পানিতে ডুবায়ে মারতে? বুকের বারোটি পাঁজর ভেঙ্গে সব স্বপ্নগুলো ওরা ছিড়ে খেয়েছে আমার।

একটি পাঁজর ওরা ভাংতে পারেনি, দেশ-প্রেম নামের একটি পাজর। এই পাঁজরটি আমার অন্তরের বাইরে নয়, অন্তরের ভিতরে থাকে। বঙ্গবন্ধু তুমিও আছো এর সাথে জড়িয়ে, আমার অন্তরে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।