আমাদের কথা খুঁজে নিন

   

মদন ভাই শোনেন...ভাল ক্যামেরা কিনেন...



মদন ভাই, আপনার ব্লগে লিখতে গিয়া তো আমি নিজেই মদন হইয়া গেলাম ! কি কি সব "প্রথম পাতা" বলে বুঝলাম না...তো যেইটা বলতে চাইছিলাম : ক্যামেরার আসল কথা হইলো লেন্স, মেগাপিক্সেল হাজার বাড়াইয়াও লাভ নাই যদি লেন্‌স ভালো না হয়। ওই দিক দিয়া নিকন নিঃসন্দেহে পয়লা, কিন্তু দাম একটু বেশী এই যা ! এর পরেই আছে সনি । মেগাপিক্সেল এ আমার মনে হইছে যে ৫ বা এর উপর সবই ভালো । আর যেই টা দেখবেন তা হইলো অ্যাপারচার। এটা যত বেশী হবে, ছবি তত পরিষ্কার / উজ্জ্বল / ভালো আসবে। পাইলে রোটেটিং এল সি ডি কিনবেন, ব্যবহার শুরু করার পর বোঝা যায় ওই টা কত কাজের [আমি হাড়ে হাড়ে টের পাইটেছি ] ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।