আমাদের কথা খুঁজে নিন

   

স্তন সংক্রান্ত গুঞ্জন



স্তন সংক্রান্ত গুঞ্জন =========== চোখের সামনেই ভেঙে পড়লো মাটির পর্বত,কটা শালিক উড়ে গেলো অন্যকোনো দিগন্তে । ওরা কোথায় গেলো তা বুঝা গেলো না কিছুই , তবুও আবার খুঁজলাম ভেজা পালক। প্রসবপ্রথা শিখে যে নদী জন্ম দিয়েছিলো তার নবম সন্তান,সে ও বেড়ে উঠলো আমার চোখের সামনেই বনবার্তা নিয়ে সবুজ শ্রাবণ হারিয়ে গেলো,কিছু না জানিয়ে পাড়ায় স্তন সংক্রান্ত গুঞ্জন শুনে জেগে দেখি নমিতার বুকের উপর ঝুলে আছে কটি গোলাপ মোড়া শেষ রাতের চাঁদস্তম্ভ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।