আমাদের কথা খুঁজে নিন

   

ধুর! আর কতকাল এইভাবে আটকাইয়া রাখবো?

কতিপয় শ্রেণীর জন্য ইহা একটি ভয়ংকর ব্লগ। সাবধানে এই ব্লগের পোষ্ট পড়ুন।

আমার বুঝি লিখবার মন চায়না! সবাই কত্ত সুন্দর সুন্দর কইরা পোষ্টায়, আর আমি হালাই পো্ষ্টাইতাম পারিনা। আমি আর কতকাল এইভাবে বন্দি থাকুম? ছামহয়্যার ওস্তাদের কাছে জবাব চাই। আমারে মুক্তি দেন না কে? আমিও পোষ্টাইতাম চা্ই। অমুন কইরা আমার হাত আটকাইয়্যা রাখলে কেমুন কইরা লিখুম? আমারে লিখবার দেয়না কেন? আমার মনডা ব্যাপক খারাপ হইচে। আমি হালায় পুরাই ফাউল। তাইতো এই নামেই লিখবার চাই। - ফাউল মফিজ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।