অনেকদিন ধরে ছিল তোতা পাখিটা আমার কাছে,তাই বলে "আমার তোতা পাখি" বলাটা কি ঠিক হচ্ছে?
আমাদের এই এক দোষ,কিছুদিন কোন কিছু কাছে থাকলেই নিজের ভাবতে শুরু করে দেই ।
খুব অল্প দামে দুইটা তোতা একসাথে কিনে ভেবেছিলাম তোতা পাখির দাম এত কম কেন? এত সুন্দর দুইটা পাখি,এত কম দাম? পৃথিবীতে সুন্দর জিনিসের দাম কি কমে যাচ্ছে?
গত সিডরের ঝড়ে একটা তোতা মারা যায় , আমার সে কি বেদনা...চোখে পানি চলে এসেছিল ।
আজ যখন পাখিটা ছেড়ে দিয়েছি প্রথমে দেখি উড়তে পারছে না,কষ্ট লাগল আহারে ! পাখিটা কি উড়তে ভূলে গেল? কিছুক্ষণ পর ফুরুৎ করে উড়ে চলে গেল...
তখনও কষ্ট লাগল ..হারানোর কষ্ট...চোখে আবারও পানি চলে আসল...
ঝড়ে পাখি মরে গেলেও চোখে পানি আসে আবার নিজ থেকে ছেড়ে দেয়া পাখি হারানোর কষ্টেও চোখে পানি আসে..আজকাল নিজের অনুভুতি গুলো কি র্দুবোধ্য হয়ে যাচ্ছে? নাকি পাখির দামের মতই চোখের পানি সস্তা হয়ে যাচ্ছে?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।