আমাদের কথা খুঁজে নিন

   

কবি হুমায়ুন আজাদ এর অটোগ্রাফ



আমার স্ত্রী ফারহানা ইলিয়াস তুলি হুমায়ুন আজাদের ঘনিষ্ট পাঠিকা। প্রায় সব কটি বই ই তার পড়া । ২০০২ সালে নিউইয়র্কের বইমেলা উদ্বোধনে এসেছিলেন ড: হুমায়ুন আজাদ। সেদিন ও তুলি বেশ কয়েকটি বই কিনে তাঁর। লাইন ধরে সবাই অটোগ্রাফ নিচ্ছে।

আমরাও দাঁড়ালাম। আমরা কাছে যেতেই কবি আমার দিকে তাকিয়ে মুচকি হাসলেন। বললেন, বলতো কার নাম টা আগে লিখবো? আমি বললাম - তুলি'র। তিনি হেসে ফেললেন । বললেন , ঠিকই ধরেছো।

নারীপ্রেমিক আমি । তাই সেই প্রেমপুষ্প দিয়ে যেতে চাই। ২ আজ কবি নেই। শেষ নি:শ্বাস ত্যাগ করেন জার্মানীতে। কারো কারো মতে তিনি দেহত্যাগ করেন ১১ আগষ্ট ।

তাঁর পরিবারের মতে ১২ আগষ্ট। তাঁর মৃত্যু এখনো রহস্যাবৃত। আজো বিচার হয়নি তাঁর প্রতি মৌলবাদী দানবীয় আক্রমণের। রাষ্ট্রতন্ত্র কি তবে খুনীদেরকে লালন করে যায় ?????

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।