আমাদের কথা খুঁজে নিন

   

যখন এসেছিলে অন্ধকারে....।

মানুষের জীবনের ঢের গল্প.......

রবি ঠাকুরের মত খুব বলতে ইচ্ছে হচ্ছে 'আমার না-বলা বানী , ঘন যামিনী মাঝে..।' সে যাক.... রবি ঠাকুরের " সাধারন মেয়ে" র মতই সাধারন মেয়ে আমি। ভালবেসেছি আমি অস্তচাঁদ, ক্লান্ত শেষ প্রহরের শশী, ভিজে মেঘের দুপুর, বিকেল গড়িয়ে যখন আলো ক্রমেই নিস্তেজ হয়ে নিভে যেতে থাকে তখন অনেক মেগের ভীড়.......... আমার জানালার পাশে হিজলের ডালপালা, আমি ভালবেসেছি . . . . . . . .. . . . . গাছের ফাঁকে দিনের রৌদ্র,,বাতাসের ধানের শব্দ, পাড়া'গায়ের দু'প্রহর রৌদ্রে যেন মাটির গন্ধ লাগানো...... কাস্তের মত বাকা চাঁদ . . . . সব সব সব । সবচেয়ে ভালবাসেছি বৃষ্টির শব্দ যখন অন্ধকারে আমি একা চারদিকে নীল আকাশ ছড়িয়ে আছে যখন আধার থেকে আরো আধারে মিশে গেছে সব তখন..... কোন বহু দূর থেকে--- ঢের দূর----আরো দূর থেকে আসে বৃষ্টির শব্দ আমার চারদিকে ধু ধু রাতি অন্ধকার রাশি. কেউ জানে না আমার এই ভালবাসার কথা- আমি এই বাংলার প'রে রাতের আধারে বৃষ্টির সৌন্দর্য চোখে নিয়ে চলে যাব পৃথিবী থেকে . . .।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।