যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।
আমার এক বন্ধু আছে, নাম হলো তাসিফ । লম্বায় ৬ ফিট হবে প্রস্থে পৌনে দুই ফিট হবে কিনা সন্দেহ আছে । শরীরের তুলনায় পা দুটো বেশী লম্বা মনে হয় এবঙ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সে একজন ক্রিয়েটিভ মানুষ ।
ক্রিয়েটিভ এক্সিকিউটিভ নাকি কি এই টাইপের একটা পদে চাকরী করে । সো সে অবশ্যই ক্রিয়েটিভ !! এইটা আমার কথা, আমার বন্ধুর দাবী । তার কথায় যুক্তি আছে । সে বলে দেখ আমি আসলে কি সেটা তোর জানার দরকার নাই, আমার কার্ডটা নে এরপর দেখ আমার পদবী । তারপর পকেটের ভিতর থেকে একটা দোমড়ানো মোচরানো কার্ডহোল্ডার থেকে একটা বিজনেস কার্ড দিয়ে দাতঁ খিচিয়ে হাসি দিবে ।
আমি জানি না সে আসলে ক্রিয়েটিভ কিনা তবে এতোটুকু মানি তার কথাবার্তা এবঙ কাজকর্ম সব উদ্ভট টাইপের (যদি সার্ফ এক্সলের এ্যাডটা ঠিক হয়!!! কাপড় চোপড় নোংরা করে ক্রিয়েটিভ হ্ওয়া ) সেই অর্থে সে দেড়শ গুন ক্রিয়েটিভ । সেই জিরাফ ঘ্যাং ওয়ালা দোস্ত আবার একটা বাইক চালায় । ক'দিন আগে সে আমার কাছে সাত সকালে এরা (মানে দুপুরে আর কি!!) । তখন প্রায় দুটো বেজে গেচে আমি জিগাই তোর অফিষ ??
সে একটু মুচকি হসে, বলে আমি ক্রিয়েটিভ ডির্পামেন্ট এ না ? বস জানে ক্রিয়েটিভ লোকজন একটু খামখেয়ালি হয় । তারা হেহেহে..
আমি বুঝি না !! ভাবলাম হতে পারে !! আমাকে দ্রুত তৈরী করে বাসা থেকে নামালো, বলল চল , আমি বিলি কোথায় ??
]এই তো সামনে ।
এই বলে আমাকে বাইকে তুলে সোজা অফিস এর দিকে যাত্রা শুরু করলাম । পথে বুঝলাম মামা অফিসের কোন কাজই এদিকে আইছিল, আমারে ফাও এর উপর দিয়া তুলে নিলো । যাচ্ছি তো যাচ্ছি, তার বাইক এর বেলব্রেক হর্ণ কিছু ঠিক নাই । আমি এখন আর কিছু জিজ্ঞেস করিনা । জানি না তবে আন্দাজ করতে পারি ক্রিয়েটিভ লোকজনের এইসব লাগে না ।
মহাখালী পর্যন্ত নির্বিঘ্নে এলাম । তারপর দেখি বিশাল জ্যাম (জানি না কোন উল্লুক এমন ভর্তি একটা জায়গারে মহাখালি বইল্যা চালায়া দিছে!!) । হঠাৎ দেখি সামনের লোকজন গাড়ি-টাড়ি রাইখ্যা পিছনের দিকে দৌড় দিছে । আমার বন্ধু বাইক থেকে নাইমা রাকজনরে জিগাই ভাই গাধার মতন দৌড়ান কেন , কি হইছে ?? এক লোক চিৎকার করে ভাই আপনে দৌড়ান আগুন ....
আমার বন্ধু খুব বিরকত হয়ে যায়, ভাই আগুন কিসে ? ওই লোক একটা লম্বা বাস দেখায়ে কয় বাসে... ততোখনে আমিও বউয্যা গেছি কই আগুন লাগচে....
হেই পন্ডিত কয় ভাই আপনারা বোকা নাকি বাসে আগুন লাগলে দৌড়ানোর কি হলো ??
এইবার হেই লোক ধমক দিয়া কয় ওই মিয়া ব্যাকুব নাকি দৌড়লাগান, সিএনজি বাস...শোনার সাথে সাথে আমি ভো দৌড় । হেই পন্ডিত এতাক্ষনে বোঝে... হে দেখি পিছে চিল্লাইতেছে ভাই আমারেও লইয়া যান, ভাই আমারেও লইয়া যান.... আর দৌড় ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।