আমাদের কথা খুঁজে নিন

   

RAB এর জন্য হেলিকপ্টার

কেএসআমীন ব্লগ

রেপিড এ্যাকশন ব্যাটালিয়ন বা RAB এর জন্য সরকার হেলিকপ্টার কেনার পরিকল্পনা করেছে। সে অনুযায়ী দরপত্রও আহবান করা হয়েছিল। তবে ভাগ্য ভাল, প্রথম দরপত্রে জটিলতা সৃষ্টি হওয়ায় তা বাতিল হয়ে যায়। হেলিকপ্টার আসতে আরও দুই বছর লেগে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এটা সর্বশক্তিমানের রহমতও হতে পারে যে, হেলিকপ্টার আপাততঃ আসছে না। হেলিকপ্টার কেনা যে ১০০ তে ১০০ ভাগই অপচয়, এ ব্যাপারে আমার অন্ততঃ কোন সন্দেহ নেই। আমাদের "বিদগ্ধ" মহল আরও ভাল বলতে পারবেন। কল্পনা করুন, ঢাকা শহরের উপর দিয়ে হেলিকপ্টারে RAB টহল দিচ্ছে। এতে কী উপকারটুকু তেনারা আমাদের করতে পারবেন? প্রতি ঘন্টায় তেল খরচ কত হবে? রক্ষণাবেক্ষণ কত হবে? চালকদের পেছনে ব্যয় কত? আর ফলাফল কী প্রত্যাশা করছেন তেনারা? প্রিয় ব্লগারদের মতামত চাই। (পুনশ্চঃ- "র" এর সাথে যফলা লিখতে পারিনি, ফন্টের সমস্যা নিশ্চয়ই)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।