হীরক রাজার দেশে! উপদেষ্টাদের বেশে!!
বাহ বা বেশ চলছে দেশ! নয়? কে বলেরে ভাল নেই?
হুংকারে থরথর জনগন ছড়া কাটে
" যায় যদি যাক প্রাণ... উপদেষ্টাগণ ভগবান...
আর তাইতে ভগবানের কোন পাপ নেই। তারা মিথ্য বললেও পাপ নেই। তারা অন্যায় করলেও পাপ নেই... তারা সংবিধান লংঘন করলেও পাপ নেই.... তাদের যে পাপ হতে নেই.. তারা যে ভগবান।
তারা মিথ্যা বলে। ঝুড়ি ঝুড়ি... কাড়ি কাড়ি... তারা আমলার উপর আমলা
কামলার উপর কামলা.. থুক্কু (কেউ আবার শোনেনিতো).. তাদের আবার দেশ ভারা এজেন্ট.. রাজার কানে গেলে বুঝি রক্ষে নেই.... তাই তারা হামবড়া ভাব নিয়ে চলে... দুখী জনগন মনে মনে ভাবে.. সেই প্রবাদ কে বলেছিল কেন বলেছিল...দুই দিনের যোগী না ভাতেরে কয় অন্ন!!!
তারা এক চোখে তেল বেচে এক চোখে নুন...
লেভেল প্লেয়িং ফিল্ড বানাতে গিয়ে একদল ছাড়াই ম্যাচ খেলায়...তাদের কিছুতে দোষ নেই.... তারা যে ভগবান...
তারা যে রাজার রাজা.... বহুজাতিক পারিতোষিক আর বহুমাত্রিক(বহুমূত্র নয়) দালালীর ওকালত নামা আর এজেন্ডা বাস্তবায়ন করার ময়ূর রুপী কাক... তাই কেউ হবে না অবাক...
তারা বড়ই সেয়ানা! ভাবে জনগন ওতো সব বেকুব!
যেভাবে রাখ সেভাবেই পায় সূখ। ৬০ টাকা চাল আর ৯০ টাকা আটা খায়
প্রতিবাদের লেশ মাত্র নাই.. সুতরাং আমরাই ঠক থুক্কু ঠিক বাকী সব উল্লুক।
তাই চলেন আমরাও সব উপধেষ্টার রাজ্যে উপধেষ্টার জয়গান গাই...
" যায় যদি যাক প্রাণ... উপদেষ্টাগণ ভগবান...
তবে ভুলেও আবার নজরুলকে ভেবে সুর ধরবেন না যেন...
হা হা পায় যে হাসি
ভগবান পড়বে ফাসি
সর্বনাশী শিখায় এ হীন তত্ত্ব কে রে...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।