পৃথিবী ঘুরে দেখতে চাই
থ্রি-জি তরঙ্গ বরাদ্দে আজ অনুষ্ঠিত হবে নিলাম। আজ সকাল ১১টায় হোটেল রুপসী বাংলায় অনুষ্ঠেয় এই নিলামে চারটি মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান অংশ নেবে।
বিটিআরসি ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ শনিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিলাম অনুষ্ঠানের জন্য চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে, নিলামের পূর্ব প্রস্তুতি হিসেবে শনিবার মক অকশনও করেছে বিটিআরসি।
নতুন কোনো অপারেটর না আসায় বিদ্যমান অপারেটরদের লাইসেন্স দেয়ার নীতিমালা থাকায় সে অনুসারে নিলামে অংশগ্রহণে যোগ্য বেসরকারি চার অপারেটরই থ্রিজি লাইসেন্স পাচ্ছে।
এর মধ্যে রয়েছে গ্রামীণফোন, বাংলালিংক, এয়ারটেল ও রবি।
নিলামে প্রতি মেগাহার্টজ তরঙ্গ মূল্য নির্ধারণ করা হয়েছে ২০ মিলিয়ন মার্কিন ডলার। ২১০০ ব্যান্ডের এর মোট ৪০ মেগাহার্টজ তরঙ্গ এ নিলামের জন্য বরাদ্দ রাখা হয়েছে। নিলামে ৪০ মেগাহার্টজ তরঙ্গ বিক্রি হলে ৬ হাজার কোটি টাকার বেশি সরকারের আয় হওয়ার আশা বিটিআরসির।
বিটিআরসি কর্মকর্তারা জানান, প্রথম ফেইজে দুটি ব্লকে (৫ মেগাহার্টজ করে মোট ১০ মেগাহার্টজ) নিলাম হবে।
নিলামের শুরুতে বিটিআরসি ২১ মিলিয়ন ডলারের (প্রতি মেগাহার্টস) ডাক দেয়া দিবে।
তবে এই ডাকে একের অধিক অপারেটর রাজি থাকলে তা আবার ডাক দেয়া হবে।
প্রতি ডাকে এক মিলিয়ন ডলার করে বৃদ্ধি করবে বিটিআরসি।
নিলামে প্রক্রিয়ায় যে প্রথম হবে অর্থাৎ বিডে প্রথম জয়ী তার ইচ্ছামত তরঙ্গ নিতে পারবে। অন্য কোন অপারেটরও ১০ মেগাহার্টজ তরঙ্গ নিতে পারবে, এভাবে যদি চার অপারেটরই ৪০ মেগাহার্টজ তরঙ্গ নিয়ে নেয় তাহলে নিলাম প্রক্রিয়া শেষ হয়ে যাবে।
যদি তা না হয় তাহলে দ্বিতীয় পর্যায়ে (৫ মেগাহার্টস) একটি ব্লকে নিলাম হবে।
এই ব্লকের নিলামের পর কোন ব্লক যদি অবশিষ্ট থাকে তাহলে যে কোন অপারেটর তা কিনে নিতে পারবে। তবে এখানে নিলামে অংশগ্রহণকারী সর্বোচ্চ দরদাতাকে (অর্থাৎ যারা ১০ মেগাহার্টজ তরঙ্গ নিয়েছে) এ সুযোগ দেয়া হবে।
গত ২৯ অগাস্ট নিলামে অংশ নিশ্চিত করতে বিড আর্নেস্ট মানি জমা দেয় বেসরকারি চার মোবাইল ফোন অপারেটর।
ছয় অপারেটরের মধ্যে রাষ্ট্রায়ত্ত টেলিটক পরীক্ষামূলক থ্রি জি সেবা দিচ্ছে। চূড়ান্ত নীতিমালা অনুযায়ী টেলিটক নিলামে অংশ না নিলেও নিলামে যে দর উঠবে, সে পরিমাণ টাকা দিয়েই টেলিটককে লাইসেন্স নিতে হবে।
অপারেটররা ১৫ বছরের জন্য থ্রি জি লাইসেন্স পাবে।
বিডি নিউজ২৪
আমাদের জন্য খুশির খবর,খা
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।