আমাদের কথা খুঁজে নিন

   

ইহা হইতেছেন কান্দুপট্টিতে রচিত (রহমান হেনরীর কবিতা)

মিয়েইল ডোট কম

রইচুদ্দিন মোল্লা ও ব্রাত্য রাইসু - প্রথম জন আমজনতা , ২য় জন কবি। দু জনই ব্যংগ রসাত্মক। দুজনই আমার বন্ধু স্থানীয়, দুজনেই সৃষ্টিশীল ও মহান । __________________ একবার লাম্বা চুল, একবার খাটোখাটো...পুংডাটা আসছিল কাইল... দশট্যাকা কম দিয়া কয়, লা'গতেছে চিনতে পারো আ। কয়, কবিতা করতেছি, আজকাইল ব্যতিক্রম সব, তারে নাকি সক্কলেই এক নামে চেনে। সেইখানে কী জানি মার্কেট আছে, অইখানে... তয় ক্যামতে চিনুম কও? একবার লাম্বা চুল, একবার খাটোখাটো... সাক্ষআৎ নিতেছে কয়, ফির কয় পদ্য করতেছে; ফির শুনতে আছি, দর্শনের জলসা করতেছে... মাগার, কেমতে চিনুম কও? আমরা কি দর্শন বুঝি! কইলে খালি খ্যাটখ্যাট হাসে...; বেশরম; খবরের চাকরি কয়া একবার বিশ টাকা কম দিছে; আসলে মান্দির পুত কোন কাম করে? ___ দৈনিক বাংলাদেশ সময় সুচনা সংখ্যা।৮ অগাস্ট ২০০৮

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।