যারা উত্তম কে উচ্চকন্ঠে উত্তম বলতে পারে না তারা প্রয়োজনীয় মুহূর্তে শুকরকেও শুকর বলতে পারে না। এবং প্রায়শই আর একটি শুকরে রুপান্তরিত হয়।
তোমাকে আমি পুরোনো কবিতাটার কাছে নিয়ে যাব
এখনো খুব টাটকা, সতেজ
তোমার নিশ্চয়ই খুব পছন্দ হবে ওকে
ভীষণ উচ্ছল আর দুষ্টু
দেখবে, তোমার সব ক্লান্তি দূর হয়ে গেছে
কেটে গেছে দু:স্বপ্নের ঘোর
বিশ্লষণের ছোবলগুলোর ব্যাথা ভুলে যাবে নিমিষেই
অথবা ছাপিয়ে যাবার স্নায়ু বিবশী ভাষাহীন চাপ
তুমি একবার ওকে বুক ভ’রে জড়িয়ে ধর
ভয় পেয়না
একবার ছুঁয়ে দেখ
দূর থেকে নয়, ভেতরে গিয়ে
বুঝে বুঝে নয়, ধরে ধরে
ভালোভাবে তাকিয়ে দেখ
তুমি আর দু:স্বপ্নে নেই
দেখবে জল পড়ছে পাতাও নড়ছে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।