© ২০০৬ - ২০১১ ত্রিভুজ
১৯৯৮ সালের কথা... পরিক্ষা শেষ... অফুরন্ত সময়.. সুতরাং রাত দিন কম্পিউটার নিয়েই কাটে। ঠিক এমনি এক সময় একদিন সন্ধ্যা হওয়ার একটু পরেই আমার কম্পিউটারের হার্ডডিস্কটা গেল নষ্ট হয়ে। ঐ সময় বাইরে গিয়ে নতুন একটি হার্ডডিস্ক কেনাও সম্ভব ছিলো না। কম্পিউটার অন্ধ.. আমিও অন্ধ...! কি করা যায় ভাবতে ভাবতে বুদ্ধি বের করলাম বুট ডিস্ক দিয়ে বুট করে দেখি। ডস মুডে হলেও কম্পিউটার চালাবো.. কয়েক বছর আগে তো ডসেই চালাতাম সবকিছু।
যেই কথা সেই কাজ... ফ্লপি দিয়ে কম্পিউটার বুট করে ডস মুডের রান করা যায় এমন সব প্রোগ্রামের সিডি নিয়ে বসলাম। গেম সিডি থেকে গেমও চললো কিছু... ঐদিনের পরে আরো এক সপ্তাহ অপেক্ষা করতে হয়েছিলো নতুন হার্ডডিস্কের জন্য... সেই এক সপ্তাহ চললো হার্ডডিস্ক ছাড়াই কম্পিউটার চালানোর অদ্ভুত সেই প্রচেষ্টা!
সময় অনেক বদলে গিয়েছে.. এখন হার্ড ডিস্ক লাগে না কম্পিউটার বুট করতে। একটি সিডি বা পেন ড্রাইভেই পোর্টেবল অপারেটিং সিস্টেম কপি করে সেখান থেকে অনায়াসে কম্পিউটার চালানো যায়। প্রায় সকল ধরনের কাজও করা যায়... সেরকমই কিছু অপারেটিং সিস্টেমের সন্ধান দিচ্ছি... আগ্রহীরা চেষ্টা করে দেখতে পারেন।
Damn Small Linux 4.4.3 iso (50MB)
৫০ মেগাবাইটের এই লিনাক্স অপারেটিং সিস্টেমটি সিডি বা পেন ড্রাইভে কপি করে সরাসরি বুট করতে পারবেন আপনার পিসিতে।
একটি ওয়েবে এর রিভিউতে সাপোর্ট সম্পর্কে যা লিখেছে হুবহু কপি পেস্ট করি-
XMMS (MP3, CD Music, and MPEG), FTP client, Dillo web browser, Netrik web browser, FireFox, spreadsheet, Sylpheed email, spellcheck (US English), a word-processor (Ted), three editors (Beaver, Vim, and Nano [Pico clone]), graphics editing and viewing (Xpaint, and xzgv), Xpdf (PDF Viewer), emelFM (file manager), Naim (AIM, ICQ, IRC), VNCviwer, Rdesktop, SSH/SCP server and client, DHCP client, PPP, PPPoE (ADSL), a web server, calculator, generic and GhostScript printer support, NFS, Fluxbox and JWM window managers, games, system monitoring apps, a host of command line tools, USB support, and pcmcia support, some wireless support.
Damn Small is small enough and smart enough to do the following things:
• Boot from a business card CD as a live linux distribution (LiveCD)
• Boot from a USB pen drive
• Boot from within a host operating system (that's right, it can run inside Windows)
• Run very nicely from an IDE Compact Flash drive via a method we call "frugal install"
• Transform into a Debian OS with a traditional hard drive install
• Run light enough to power a 486DX with 16MB of Ram
• Run fully in RAM with as little as 128MB (you will be amazed at how fast your computer can be!)
• Modularly grow -- DSL is highly extendable without the need to customize
ডাউনলোড করতে: Click This Link
অথবা, http://www.damnsmalllinux.org/download.html
--
VMWare দিয়ে আমার পিসিতে রান করে দেখলাম। ভার্সনটা ভাল... স্ক্রিন শর্ট দেখুন-
চিত্র: সরাসরি সিডি থেকে বুট হচ্ছে
চিত্র: সেটাপ ছাড়াই রান হওয়ার পরের চিত্র। মেনুতে অফিস প্রোগ্রামগুলো দেখা যাচ্ছে..
--
এধরনের আরো বেশ কিছু অপারেটিং সিস্টেম ব্যবহার করেছিলাম ইতিপূর্বে। পারফরমেন্স বেশ ভাল। এসম্পর্কিত আরো তথ্য জানতে গুগল মারুন...।
খারাপ লাগবে না আশা করি...
--
লেখাটি কম্পিউটার গ্রুপে প্রকাশিত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।