দিন শেষে আমার একলা পাখি
আজ মেয়েটির মন ভালো নেই বলে
পড়ার টেবিল বড্ড এলোমেলো,
আজ মেয়েটির মন ভালো নেই বলে
বখাটে সেই ছোকরাটি ফোন পেলো।
আজ মেয়েটির মন ভাল নেই বলে
আকাশজুড়ে মেঘের চলাচল,
আজ মেয়েটির মন ভালো নেই বলে
পদ্মপাতার দু'চোখ ভরা জল।
আজ মেয়েটির মন ভালো নেই বলে
ঘরের কপাট বন্ধ অনেকক্ষণ,
আজ মেয়েটির মন ভালো নেই বলে
আহার ফেলে পাখির আগমন।
আজ মেয়েটির মন ভালো নেই বলে
কবিতাটির প্রাণে বাজলো সুর,
আজ মেয়েটির মন ভাল নেই বলে
ফুলে ফেঁপে উঠছে সমুদ্দুর।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।