আমাদের কথা খুঁজে নিন

   

১১১ বয়সে বাবা !!

মানুষকে নতুন কিছু জানাতে পারলে ভাল লাগে ....

নিউজিল্যান্ডে ১১১ বছর বয়সী বিরল প্রজাতির এক সরীসৃপ বাবা হতে চলেছে । বিলুপ্ত প্রাণী ডাইনোসরের সঙ্গে মিল রয়েছে এর। তার জীবনে বাবা হওয়ার ঘটনা সম্ভবত এটাই প্রথম। দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ইনভারসারগিলে সাউথল্যান্ড মিউজিয়ামের কর্মকর্তা লিন্ডসে হ্যাজলি জানান, ৪০ বছর ধরে মেয়ে সঙ্গীদের প্রতি আগ্রহ দেখায়নি হেনরি দ্যা টুয়াটারা নামের প্রাগৈতিহাসিক যুগের এ সরীসৃপ ! কয়েকমাস আগে এটির যৌনাঙ্গ থেকে একটি টিউমার অপারেশন করা হয় । এরপর হেনরির ৮০ বছর বয়সী সঙ্গিনী মিলড্রেড গত মাসের মাঝামাঝি ১২টি ডিম দিয়েছে । আগামী ছয় মাসের মধ্যে এর ১১টি থেকে বাচ্চা ভূমিষ্ঠ হবে বলে আশা করা হচ্ছে । সূত্র : দৈনিক যায়যায়দিন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।