আমাদের কথা খুঁজে নিন

   

আজ ২২ শে শ্রাবণ

আমার এই পথ চাওয়াতেই আনন্দ........

আজ ২২ শে শ্রাবণ । কবিগুরুর মহাপ্রয়ান দিবসে কবি কে বিনম্র শ্রদ্ধা জানাই। "আজ শ্রাবণের পূর্ণিমাতে কী এনেছিস বল- হাসির কানায় কানায় ভরা নয়নের জল" আমার খুব ইচ্ছে ছিল কিছু লিখি কবি কে নিয়ে.... আমার অনুভূতি আর ভাবনাগুলো.......... কিন্তু পরে মনে হলো.......... থাক। রবীন্দ্র নাথ আসলে যতটা না বর্ণনার, তার চে' অনেক বেশি অনুভবের.... অনেক বেশি 'নিভৃতে যতনে' ভালোবাসার । আমাদের প্রত্যেকের বুকের ভেতরে, খুউব অভ্যন্তরে, গভীরে কোথাও যে শান্ত নদী নিরন্তর বয়ে যায়....... কাঁদায়-হাসায়, 'নিবিড় বেদনাতে'ও পুলক জাগায়...... যে নদীটার অবিরাম স্রোতধারা আমরা ভুলে যাই, বার বার ভুলে থাকি; অথচ, দু'চোখ বুঁজে বুকের প'রে একটু 'কান পেতে রই'লেই আমরা ফিরে পাই সেই নিভৃত জলধারা.............. আমাদের রবীন্দ্রনাথ আছেন আমাদের সেই নদীটা জুড়ে.... বুকের ভেতরে, খুউব অভ্যন্তরে, গভীরে কোথাও রবী ঠাকুরের দুইটি গান: জীবন যখন শুকায়ে যায়....... এসো এসো আমার ঘরে এসো...... আর সবাইকে শুভেচ্ছা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।