নতুন এসেছি সবার সাথে পরিচিত হতে চাই ।
আজ বাইশে শ্রাবণ । যখন পরবে না মোর পায়ের চিহ্ন এই বাটে / আমি বাইবো না মোর খেয়া তরী এই ঘাটে, কিংবা মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে । এমনই অজস্র বিদায়ের গান গাইতে গাইতে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর সবাইকে অশ্রু জলে ভাসিয়ে চলে গেছেন এই বাইশে শাবণে ।
কবি গুরুর আজ ৬৭ তম মহাপ্রয়াণ দিবস ।
বাঙলা শিল্প-সাহিত্যের এই পুরোধা পুরুষ আজ থেকে ৬৭ বছর আগে ১৯৪১ সালের এই দিনে চলে যান পার্থিব জগৎ থেকে । কিন্তু রেখে যান তাঁর রচিত সাহিত্য সম্ভার ও গান । যা সংকটে, সংগ্রামে, কুপমন্ডুকতায়, দেশ গড়ায় আমাদের করে তোলে উজ্জীবিত ।
তিনিই আমাদের জাতীয় সংগীতের রচয়িতা । আজ আমরা কবিকে গভীর শ্রদ্ধাভরে স্বরণ করি ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।