আমাদের কথা খুঁজে নিন

   

জামাত-রাজাকারের ভোটার নাকি লাখে লাখ হাজারে হাজার, কলিগ ভোট দিয়া দেখে মাত্র গোটা দুই কাতার

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

ভোট দিতে কলিগ গেছে বরিশাল। লাইনে দাড়াইয়া চিন্তা করতেছে হিরন নাকি শরফু, শরফু নাকি হিরন। চৌদ্দদলের হিরণের টিভি নাকি শরফুর ছাতা, কোনটা নিয়া ফিরবে ঢাকা! আমারে দিল ফোন। ভাই, হিসাব তো মেলে না! জিগাইলাম, ক্যান? বিএনপি-জামাতের তো হেভি আয়োজন - ভোটে মনে হয় কামের আগে আউট হবে না কামাল! আমি কই, আপনে কি জামাতে জয়েন দিলেন শ্যাসম্যাস? আরে না। সবাই দেখি কামালের কথা আলাপ করে।

আমারে একজন বিএনপি-জামাতের দেয়াল ঘড়িতে ভোট দিতে কইলো। আমি আর কি কমু। কইলাম, ঢাক-ঢোল দেইখা ডরাইয়েন না, ওদের ফরফরানি বেশি, যেই কয়জন লাফায় ঐ কয়জনই নেতা। চিন্তিতভাবে টিভিতে ভোট দিয়া কলিগ ঢাকায় ফেরে রাইতের লঞ্চে। সাতসকালে খবরের কাগজ আনতে গিয়া দেখি কলিগ রিকশা দিয়া নামতেছে।

হাতে পেপার। দেইখা হো হো কইরা হাসে, ঘটনা দেখছেন? ঘুমু ঘুমু চোখে জিগাই, কি হইছে? পুরা বিএনপি-জামাত পাইছে ছাব্বিশ হাজার আর চৌদ্দ দলীয় জোট আর শরফু মিইল্লা পাইছে এক লাখের মত ভোট। তাইলে বিএনপি-জামাত গেল কই? শুনি তারা লাখে লাখ কাতারে কাতার - এই ছাব্বিশ হাজারের মধ্যে তাইলে জামাত তো মাত্র দুই কাতার!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।