আমাদের কথা খুঁজে নিন

   

জান বাঁচানো ফরজ

আমি এমন কেউ না। খুব সাধারণ মানুষ। তোমার মত, তোমাদের মত। হাসি খুশি থাকি, আনন্দে থাকার চেষ্টা করি। মাঝে মাঝে হতাশ হয়, অভিমান করি।

ভাবি বেঁচে থেকে কি হবে। একসময় নিজের ভুল বুঝতে পারি। নিজের মাথার পিছনে আনমনে হাত রাখি। মুচকি হেসে ভাবি, এত ভালবাসা আমি কোথায় এক হুজুর ওয়াজে বললেন, ইসলামে নারী শাসন হারাম। হুজুর বাংলাদেশের হয়ায় ধর্মের পাশাপাশি রাজনীতিও করতে হয়।

আর আমাদের দেশে দুই শীর্ষ রাজিনিতিক দল নারী নেতৃত্বপ্রধান। ওনার দল ক্ষমতায় আসার পর জিজ্ঞেস করা হল, আপনার দলীয় প্রধান তো নারী। এখন!!! হুজুর পরের ওয়াজে বললেন আমি যদি নদী পার হতে গিয়ে দেখি মাঝি মহিলা। তাহলে জীবন বাঁচানোর ক্ষেত্রে তার শরণাপন্ন হতে হবে। মূলকথাঃ আমি অনেক চেষ্টা করেছি স্ট্যাটাসটা সোজা ভাষায় লিখতে।

কিন্তু বেশির ভাগ বক্তৃতা ও ওয়াজের মানে বুঝিনা। এটাই! কৈফিয়তঃ ধর্মীয় মূল্যবোধ আমার আছে। কিন্তু ধর্মকে ব্যবহার করে যারা আজকে এত উপরে তাদের জন্য আমার এই লেখা। পুনশ্চঃ ঐ হুজুরকে আপনারা চিনেন। তিনি মোবাইলে ও ভাষণে দুইক্ষেত্রেই পারদর্শী।

উনি নাকি শান্তি প্রতিষ্ঠা করতে একটা বাহিনী করেছিলেন। কি যেন নাম? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।