আমাদের কথা খুঁজে নিন

   

'লগে একখান স্যান্ডেল বাইন্ধা রাখ'

বাংলাদেশ ব্লগারস এসোসিয়েশন সদস্য নং: ১০ । facebook.com/milton3d

সেদিন অফিস থেকে সন্ধ্যায় বাসায় ফিরছিলাম। ফার্মগেট পার হয়ে বাস তখন গিয়ে থামলো বিজয় স্বরণীর সিগনালে। দাঁড়িয়ে আছে সব গাড়ি গুলো অনেকক্ষণ। কোন ভিআইপি নাকি পাস হচ্ছে বলে সময় লাগছে অনেকক্ষণ।

বাসের ভিতরে সবাই বিরক্ত। গরমে, ঘামে অস্থির অবস্থা। বাসের বাম পাশে দরজার কাছের সিটেই আমি বসেছিলাম। আমাদের বাসের হেলপার রাস্তায় দাঁড়িয়ে পাশের বাসের ড্রাইভারের সাথে কথা বলছে। তারা কথা বলছে তাদের সারা দিনের ট্রিপ নিয়ে।

আইজকা কয় টিপ মারসোস? = দুরু, আইজকা দিনটাই কুফা খাইসি। ক্যা, কি হুইসে? =সেকেন টিপেই ৯ লাম্বার ঘষা দিয়া সাইড গেলাস ভাংসে, খানকীর পোলায় আবার গরম লয় ক্যা? তোর তো বাম্পারও ভাঙ্গা। =হ, ঐ ডা ভাঙসে পুরশুদিন, কপালডা খারাপ যাইতাছে। মালিকে বিশ্বাস করতে চায় না যে অন্য গাড়ী মারসে। কয় ডাইবার খারাপ এক কাম কর, একটা স্যান্ডেল বাইন্দা রাখ, একসিডেন কইমা যাইবো।

= হ তাই করতে হইবো এই মুহুর্তে জ্যাম ছুটে গেলে বাসটি আবারো চলতে থাকলো। কিছুক্ষণ পরে আমি আমাদের বাসের হেলপারকে জিজ্ঞাসা করলাম, কেন ঐ ড্রাইভার স্যান্ডেল বেঁধে রাখতে বললো? (কারণ এর আগেও আমি কোন কোন গাড়ীর পিছনে নীচে স্যান্ডেল, জুতা বাঁধা থাকতে দেখেছি) সে আমাকে জানালো, যে গাড়ী বেশী এক্সিডেন্ট করে সেটার শনির দশা কাটাতে হলে ছেঁড়া স্যান্ডেল বেঁধে রাখতে হয়। হায়রে কুসংস্কার!!!! আমি আগে শুনেছিলাম চীন-জাপানে নাকি এমন রেওয়াজ ছিল। জীবনের উপর থেকে শাপ কাটানোর জন্য তারা নির্জন স্থানের একটি গাছ সিলেক্ট করে তাতে নিজের ব্যাবহৃত পুরাতন জুতা ছুঁড়ে মারে। একসময়ে জুতায় জুতায় পুরো গাছ ভর্তি হয়ে যায়।

এগুলো নিতান্তই কুসংস্কার। তবে বেশ হাস্যকর!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।