আমাদের কথা খুঁজে নিন

   

আসুন সা. ইনে গালিবাজ ব্লগারদের প্রতিহত করি

দ্য কাপালিক ইজ ব্যাক

সা. ইনে কিছু ব্লগার আছে যাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে ধর্ম, স্বাধীনতা, রাজনীতি, নারী ইত্যাদি অত্যন্ত স্পর্শকাতর বিষয়ে পোষ্ট দিয়ে সস্তা বিতর্ক তৈরী করা। অনেক বড় একটা বিষয়কে নিতান্তই ছোট ক্ষেত্রের উপর বিচার করে এরা একেকটা পোষ্ট দেয়, যেখানে যুক্তির চেয়ে গায়ের জোরে কথা বলার প্রবনতাটাই দেখা যায় প্রবল। এতে আমাদের কোন আপত্তি নেই। এটা স্বাধীন জায়গা, সবাই তার স্বাধীন মতামত প্রকাশ করতে পারে। ব্লগিং-এর প্রদান উদ্দেশ্যতো সেটাই।

কিন্তু সমস্যা হচ্ছে, যখন অন্য ব্লগারটা এই সব অখাদ্য পোষ্ট পড়ে ভদ্র ভাবে যুক্তি প্রদর্শন করে এদের ভুলটা ধরিয়ে দেয়, এরা তখন রাগে অন্ধ হয়ে যুক্তির বদলে যুক্তি প্রদর্শন না করে অত্যন্ত কুৎসিৎ ভাষায় গালি প্রদর্শন করে। এতই নোংড়া এবং কুৎসিৎ এদের গালাগালি যা বস্তির মানুষেরাও মুখ দিয়ে বের করতে লজ্জ্বা পাবে। কিন্তু এইসব গালাগালি টাইপ করে ব্লগারদের উদ্দেশ্যে ছুড়ে দিতে এদের বিন্দুমাত্রও লজ্জ্বা হয় না। কোন পরিবেশ থেকে উঠে এসে এরা এখানে ব্লগিং করতে এসেছে, সেটা তখন প্রকাশ হয়ে পড়ে। এই সব কুৎসিৎ কমেন্ট বেশির ভাগ সমই অন্য ব্লগারদের চোখে পড়ে না।

তাই এদের কুৎসিৎ রূপটা জনসম্মুখে প্রকাশ করার জন্য প্রয়োজন পড়ে প্রথম পাতায় পোষ্ট দিয়ে সবাইকে জানানোর। কিন্তু এইখানেই আপত্তি সা. ইন কর্তৃপক্ষের। তাদের ব্লগে তারা অন্য ব্লগারদের যতই গালাগালি করুক, সেটাতে কোন সমস্যা নেই। সেটা তার ব্লগারিক অধিকার। গালি আপনাকে সে দিতেই পারে।

কিন্তু তাই বলে আপনি প্রথম পাতায় পোষ্ট দিয়ে সবাইকে জানিয়ে দেবেন? সেটা কখনোই সহ্য করা হবে না। নৈব নৈব চ! কারন সেটা হয়ে যাবে "ব্যাক্তি আক্রমন"। কেউ তার ব্লগে সমষ্ঠি আক্রমন করলে সেটা জায়েজ, কিন্তু আপনার "ব্যাক্তি আক্রমন" কখনোই নয়। এটা করলে আপনার কপালে জুটবে সা. ইনে ব্যান খাওয়ার হুমকী সম্বলিত নোটিশ। ব্লগে কারো পোষ্ট দেয়ার অর্থ হচ্ছে সবাইকে সেই লেখা পড়ার আহ্বান জানানো।

সুতরাং সেই লেখা মানুষ পড়বে এবং মতামত জানাবে সেটাই কাম্য। কিন্তু সেই কমেন্টে মতের অমিল হলে যদি যুক্তির বদলে গালি প্রদর্শন করা হয়, তাহলে আমরাও কি পাল্টা গালি প্রদর্শন করে তার জবাব দেব? রাস্তার কুত্তার কামড় খেয়ে সেই কুত্তাকে উল্টা কামড় দেয়া কি বুদ্ধিমানের কাজ হবে? আমার মনে হয় না। তাহলে এক্ষেত্রে ব্লগারদের করনীয় কি? যেহেতু এদের বাবা-মা এদের ভদ্রতা শিক্ষা দেয়নি, এবং পাবনা মেন্টাল হসপিটালেও এত পাগলের জায়গার সঙ্কুলান করা আমাদের মতো গরীব দেশের সরকারের পক্ষে সম্ভব না, সেহেতু এদের শিক্ষা দেয়া ব্যবস্থা নেয়া ব্লগারদেরই পবিত্র দায়িত্ব বলে আমার মনে হয়। কিভাবে এদের সেই শিক্ষা দেয়া যায়? এব্যাপারে আপনার পরামর্শ কি? আমার মতামতঃ # এই সব গালিবাজদের প্রতিহত করার জন্য একটা টিম গঠন করা হোক। টিমের নাম আপনারা ঠিক করেন।

# এই টিমের কি কি কাজ হতে পারে? সর্বপ্রথম কাজ হলো "বিয়োগ চিহ্ন" প্রদান। এই সব পোষ্টে যত বেশী মাইনাস রেটিং প্রয়োগ করা যায়, এই সা. ইনের জন্য ততই মঙ্গল। # যেহেতু এদের গালি শুনলে বমি পায়, সেহেতু আসুন কুন্ঠিত না হয়ে সেইখানে উদারভাবে বমি করি। যত বেশি পেট সেইখানে খালি করা যায় ততই মঙ্গল। বমিই হোক এই টিমের সিম্বল।

বমি কিভাবে করবেন? কমেন্ট [img |http://www.tinyloader.com/smily/small/প.gif] কোডটি লিখুন। "প" এর জায়গায় লেখুন ১৩১। ব্যাস! বমির এনিমেটেড স্মাইলী চলে আসবে। img এর পরে একটা স্পেস আছে, সেটা রিমুভ করতে হবে। (এইখানে যত খুশি বমি করা প্রাকটিস করে নিতে পারেন, কোন অসুবিধা নাই!) আর কি পদক্ষেপ নেয়া যায় আপনারাই ঠিক করুন।

আসুন এই সব কুরুচীপূর্ণ ব্লগারদের সা. ইনে প্রতিরোধ করি এবং ব্লগে সুস্থ একটা পরিবেশ বজায় রাখি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।