আমাদের কথা খুঁজে নিন

   

এই ঝিনুক ফোটা সাগরবেলা



ঠিক কোন বয়স টা থেকে স্বপ্ন দেখতে শুরু করেছিলাম জানিনা। লাল নিল বেগুনি কত রকম স্বপ্নই না দেখেছিলাম, কালের স্রোতে স্মৃতি বিস্মৃতির আড়ালে সেসব কত স্বপ্নই না হারিয়ে গেলো। কিন্তু ঠিক এই স্বপ্নটা আমি আর কতকাল দেখে যাবো বলতে পারো? আচছা স্বপ্নটা কি তুমি দেখিয়েছিলে নাকি আমি? সঠিক মনে নেই। শুধু মনে আছে, কোনো না কোনো ভাবে স্বপ্নটা আমাদের দুজনের বুকের মধ্যেই প্রথিত হয়ে গিয়েছিলো। তুমি আর আমি হেটে চলেছি।

তখন গোধুলি লগ্ন। একপাশে সাগর আর এক পাশে বালুকাবেলা। সূর্যাস্ত দেখবো তাই আমরা বসলাম। আর বালুকা বেলায় লিখলাম আমাদের দুজনের নাম। আকাশে তখন উড়ছিলো কয়েকটি সীগাল।

এমন স্বপ্ন কোনোদিন সত্যি হবেনা সে আমরা দুজনেই জানতাম, আজো জানি তবুও দেখেছিলাম , আজো দেখি । কারন স্বপ্নটা আমাদের দুজনেরই খুব প্রিয় একটা স্বপ্ন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।