ভয় পেওনা তুমি, আমার জন্মভূমি
প্রথম পর্ব এই খানে পাওয়া যায়!!!
টুসকি টাইপের আমাদের আরো ১টা ফ্রেন্ড আছে। তার নাম মৌ। আমরা ডাকি মো। মিহির বলে গরুর ডাক আর তোর নামের সাথে কি অদ্ভুত মিল!তাই না রে মো???অবশ্য প্রবরের খুব ইচ্ছা তাকে বৌ ডাকার!২ জনের কথায় ই আমাদের মো তার এত্তো এত্তো মাথা ভর্তি চুল ঝাঁকায় ঝাঁ ঝাঁ করে রেগে যায়। আর একটু পর পর বলে " মর তোরা!"
তো যা বলছিলাম,সেদিন মো এর মুড অফ।
আমি একটু খুঁচানো শুরু করলাম। বরাবরের মতো এইটা আমার প্রিয় কাজের অন্তর্ভুক্ত!
বললাম,"কি রে?মেজাজ খারাপ নাকি?"
মো," নাহ"
-বল না কি হইসে?
-আরে কি হবে!
-আরে কিছু না হলে তো তুই এমন ভাব দেখাস না!
-আশ্চর্য!এর মধ্যে ভাবের কী হলো?তুই সব সময় একটু বেশী বুঝিস!দেখ,এই ভাবে কথা বলবি না!
-তোর এতো ঢং দেখলে আমার পিত্তি জলে,বিলিভ মি দোস্ত
-ওকে,এতোই যখন পিত্তি জ্বলাজ্বলি,আমার সাথে ফ্রেন্ডশিপ রাখিস না আর!
-আরে কি আজিব! কথায় কথায় ফ্রেন্ডশিপ টেনে আনিস ক্যান???
হঠাৎ করে মিহিরের আগমন। এসেই--
" অই তোরা মুরগীর মত এতো কুই কুই করস ক্যান সারাদিন???গলা ব্যাথা করে না???
আমাদের মো এবার আসলেই তেলে বেগুনে জ্বলে উঠলো!--
"খবরদার!এই ভাবে মেয়েদেরকে নিয়ে কথা বলবি না!
-আজিব! কি কইলাম এমন?
-এতো বাজে ভাবে কথা বলবি না!"কইলাম"- আবার কেমন টাইপের কথা???
-অহ!ভুলেই গেসিলাম রে!!!ইয়ে মানে,আপু ,আপনি কেমন আছেন??আপনাড় শড়ীড় কি এখন ভালো?মিস,মৌ?????আমি কি এখন সুন্দড় কড়ে কথা বলতে পাড়ছি???
-মিহিরররররররররর...........
আর আমি এই দিকে হিহিহিহিহিহিহিহ
যাই হোক,আমি মিহিরকে ইশারায় বল্ললাম আজাইরা প্যাচাল এখন না পাড়তে!
তারপর আবার জিজ্ঞাস করলাম। "বল না দোস্ত, কি হইসে?আমাদেরকে বলবি না??আজিব!"
তখন দেখি তার চোখে টলটল পানি উঁকিঝুঁকি দিচ্ছে!এই বার মিহির ও একটু সিরিয়াস হলো!
তখন মো এর সে কি কান্না!কিছুতেই সেই কান্না আর থামে না!আমি বললাম- তারেক কিছু বলেছে???
মো কোন মতে মাথা নাড়ালো।
- কি বলছে?বল না!
-ও বলে কিনা...
-আরে কি বলসে??
-ই ই ই ই ই (কান্না)
-আরে আবার কান্দে!বল না বান্দরী!
-তোরা তো জানিস যে আমি গরুর মগজ আর খাসির কলিজা কত পছন্দ করি
-ইয়ে মানে হ্যাঁ!তা তো অবশ্য ই!
মিহিরের দিকে তাকায় দেখি সে হা করে তাকায় আছে!বুঝতেই পারছে না এর মধ্যে গরুর মগজ আর খাসির কলিজা কোথা থেকে এলো?
যাই হোক!
-তারপর বল, কি হইসে আসল ঘটনা???
-তারেক কি বলে জানিস???
-কি?
মিহির ও বলে 'কী?'
-ও বলে ওর মা নাকি এই গুলা রান্না করেন নাএমন কি ওর বাবা নাকি এই গুলা দেখলেই চিল্লা চিল্লি লাগায় দেয়।
এখন তোরা বল আমাকে,আমার যদি কখন এই গুলা খেতে ইচ্ছা হয় তাহলে আমি কি করবো???বল আমাকে!আমি ঠিক করছি তারেক কে বিয়ে ই করবো না!
আমি তো আর মিহির তো
গরুর মগজের জন্য বিয়ে করবি না???-- মিহির চিল্লায় উঠে!তোর মাথায় তো গরুর চাইতেও নিম্ন মানের মগজ নিজের টা খাইয়া দেখ! আরো বেশী টেস্টি হবে!হাহ!
-দেখলি?দেখলি,মিহির কিভাবে কথা বলে??? সব ছেলে খারাপ। । সওওওওব!!!!
হাহ!তুমি খাসির কলিজার জন্য তারেকের কলিজায় আঘাত দাও!আর বলো কিনা সওওওব ছেলে খারাপ????--মিহির আসলেই রেগে যায়!
যাই হোক...এমন পরিস্থিতি তে আসলে যে কি করতে হয় আমার জানা নাই!আমার এতো প্রচন্ড হাসি আসছিলো...উপায় না দেখে ভয়ঙ্কর ভাবে হেসে ফেল্লাম!!!
আমার হাসির চোটে মিহির ও হাসা শুরু করলো! আর আমাদের মো????
সে তো.......................
চলবে..............
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।