এই ব্লগের সব লেখা সর্বস্বত্ব সংরক্ষিত
আজকাল মশা বড় উৎপাত করছে .... অন্য বছরের তুলনায় এবছর গরম ও যেমন বেশী তেমনি মশার উৎপাত ও আশংকাজনকভাবে বেড়েছে .....
আজকে এক বড়ভাই এর বাসায় কয়েকজন বন্ধু / বড় ভাইদের সাথে বিকালে হঠাৎ দেখা ..... তাদের আসরের মূল আলোচনার বিষয় ছিল -- মশার উৎপাত ..... একজন বললেন - কাল রাতে আমার বাচ্চাটার কপাল তো একেবারে ফুটো করে রক্ত চুষে গিয়েছে, এ কথা শুনে আরেকজন বল্লেন - দেখেন ভাই আমার কপালে এখনো লাল লাল হয়ে আছে ..... হঠাৎ একজনের গালের উপরের গোলাপী দাগ আমার চোখ পড়তেই বললাম ..... কি ভাই .... আপনার গালে ও তো দেখি বড় মশা কামড়েছে, দাতের দাগ ও দেখা যাচ্ছে ..... অন্যরা তো হুড়মুড় করে তার উপরে পড়লো বড় মশার কামড়ের দাগ কেমন তা দেখার জন্য .....
এমন সময় ভাবী ( ঐ ভাইয়ের বৌ ) পাশ দিয়ে যাচ্ছিলেন .... গরমে পানি পিপাসা লেগেছিল, পানি খাব বলে যেই না বলেছি -- ভাবি একটু শোনেন ...................
অমনি ঐ ভাই এর হুংকার শুনলাম ---- এইটা নিয়ে যদি তুই আরেকটা কথা কইসোস
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।