আমাদের কথা খুঁজে নিন

   

আর একটি উর্দু শায়রী

আমি বেড়াতে ভালবাসি। আমার পায়ের তলায় সর্ষে। তবে লেখালিখিটা একদম আসেনা।

যব হাম চলে, সায়া ভি আপনা সাথ না দে, যব তুম চলো, জমীন চলে, আসমান চলে। যব হাম রুকে, সাথ রুকে সাম-এ-বেকশী, যব তুম রুকো, বাহার রুকে, চাঁদনী রুকে। -------------------- কিছু উর্দু শব্দের অর্থ: বেকশী = নিরাশা, শূন্যতা সায়া = ছায়া বাহার = বসন্ত চাঁদনী = চন্দ্রিমা, চন্দ্রালোক সাম = সন্ধ্যা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।