বিরক্তিকর-১
সুন্দরবনে সমস্ত পশু-পাখিদের মাঝে সভা ডাকা হয়েছে। সভায় সিদ্ধান্ত হলো এখন থেকে সকল পশু-পাখি কে ডিম পাড়তে হবে। সকলেই রাজি হল- শুধু হাতি আর জিরাফ ছাড়া। কেননা , তারা তো জানে - এতো উপর থেকে পড়তে পড়তে ডিম তো আর ডিম থাকবে না , ওমলেট হয়ে যাবে।
বিরক্তিকর-২
বাবা ছেলেকে বলছে-
বাবা: দেখো , এবার কিন্তু সকল পরীক্ষায় গড়ে ৯৫ নম্বর করে পেতে হবে।
ছেলে: ৯৫ কেন, ৯৯ করে পাব!
বাবা: দেখো , পড়ালেখা নিয়ে মশকরা করো না।
ছেলে: সেটা তো তুমিই শুরু করলে!!!
বিরক্তিকর-৩
রাস্তায় একটি মেয়ে তার শাড়িতে পা আটকে গিয়ে উল্টে পড়ে যায়। বোঝায় যায় মেয়ে টি নতুন শাড়ি পরা শিখেছে। যা হোক, মেয়েটির এই অবস্থা দেখে তার বয়ফ্রেন্ড তাকে বললো
বয়ফ্রেন্ড: শাড়ি পড়তে জানো না, তোমার মা তোমাকে তাও শিখায় নি?
মেয়ে : দেখ, সামান্য শাড়ির জন্য তুমি মা তুলে কথা বলবে না
বয়ফ্রেন্ড: না, মা তুলে কথা বলবো না তো কি তোমার শাড়ি তুলে কথা বলবো?!!!!!!!!!!!!!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।