রাতের জন্য রেখে দিলাম এক মুঠো কান্না
স্মৃতির কষ্টরা দল বেঁধে সাঁতার কাটতে আসবে
চোখের সমুদ্রে, দুঃখের চাদর বিছিয়ে চন্দ্র স্নান করবো
প্রেম নামের অধুনালুপ্ত বালুকাময় সৈকতে
আর মরা বাতাসগুলো গায়ে মেখে গুনগুন করে গাইবো
কুৎসিত ঝংকারের ক্রন্দনগীতি।
সহস্র আলোকবর্ষ দূরে বসেও শুনতে পাবে তুমি
সেই কান্নার করুণ আওয়াজ
হয়তো মহাকাশ থেকে ঝরে ঝরে পড়বে
তোমার প্রেমানুভূতির পালকগুলো
ঠিক আমার চোখের সাগরে
ওগুলো সাঁতার দেবে
কষ্টদের সাথে
কান্নার মজুত শেষ হলে নেমে এসো পোড়া বুকে
শুনিয়ে যেয়ো বিষাক্ত কিছু বাণী
আবারো সঞ্চয় করবো কিছু কান্না রাতের জন্য
আবারো যাবো চন্দ্র স্নানে
আবারো কাঁদবো মনের সুখে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।