আমাদের কথা খুঁজে নিন

   

পাকিস্তান নামক ইয়া বড় দলটি ৪৯ রানে অল-আউট

.............। মিথ্যা কথারও সীমা থাকা উচিত,বড় কথাও বুঝে বলা উচিত। আল্লাহর গজব পড়তে সময় লাগে নাই , মাত্র গতকাল শহিদ আফ্রিদি ডন নিউজে সাক্ষাতকারে বলেছিলো বাংলাদেশ নাকি ছোটদল আর ঠিক আজকেই পাকিস্তান নামক বিশাল বড় ভুয়া দলখানা সাউথ আফ্রিকার কাছে ৪৯ রানে অলাউট হয়ে বিশ্ব রেকর্ড করলো হা হা হা হা[/sb ভাগ্য ভালো বিপিএল এ এতো নিম্ন মানের খেলোয়াড়দের খেলা দেখতে হয় নাই। আল্লাহ যা করে ভালোর জন্যি করে । টেস্ট পুরো একটা ইনিংস খেলে ৫০ টা রানও স্কোর বোর্ডে নিতে পারে না,৫০ টা ওভারও ক্রিজে কাটাতে পারে না,ফলো অন করে কূল পান না কিন্তু মুখে ইয়া বড় বড় কথা। চাঁপাবাজির জাতি একটা ,খালি চাঁপা বেচে খাইতে চায়। একেই বলে ছোট মুখে বড় কথা, লাথি খাওয়ার উপক্রম।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।