৩৭ বছর কেটে গেল
কেউ কথা রাখে নি!
১৯৭১ স্বপ্নের মতো দিন না ফুরাতে
সুবিধাবাদিরা বদলে নিল সময়
৭কোটি কম্বলের আমরটি কই
আক্ষেপে বিহব্বল জাতি -
ক্ষমার সিড়ি বেয়ে সুবিধাবাদীরা
আরো মগডালে
মাথাটাই নুইয়ে দিল গোড়াসুদ্ধ.....
সবাই নপুংষক নিরবতায় মেনে নিল
কারো হাতিয়ার গর্জে উঠলো না
ফেরাউনের পতন শিরোনামের সুতীব্র প্রতিবাদ
আবার বেড়ালের মতো গুটি শুটি মেরে
ওরাই বেলতলায় - নতুন বোতলে পুরনো মদ।
কেউ কথা রাখে নি!
চলতে থাকে হাত বদল
যে যেভাবে পারে- যোগ্যতমের টিকে থাকার শর্তে,
অত:পর
নতুন স্বপ্ন দেখে জাতি
যুগ যুগ চলে মোহগ্রস্থতা
স্বার্থপরতা
আর হানহানির রাজনীতি
অত:পর ২০০৮
স্বপ্নের মোড়কে আবারও পুরনো মদের নতুন বোতলীকরণ
কেউ কথা রাখে নি!
কেউ কথা রাখে নি!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।