আমাদের কথা খুঁজে নিন

   

SMS VS LATTER কোনটা সফল ডিজিটাল না এ্যানালগ।

ভালো আছি

গত চার-পাাঁচ বছর আগেও আমাদের দেশে মোবাইল ফোন মানুষের হাতের নাগালের মধ্যে ছিল না । কিন' চার-পাঁচ বছর পর বর্তমান সময়ে মোবাইল ফোন এতটা ব্যাপকতা বিস-ার করেছে যে মোবাইল ফোন ছাড়া এখন এক মুহুর্ত চলা সম্ভব হয়ে ওঠে না। মোবাইল ফোন যেমন মানুষের অনেক উপকার সাধন করেছে তেমনি অপকারও কম করেনি। বিশেষ করে দেশের ডাক ব্যাবস'া মোবাইল ফোন আসার পর থেকে প্রায় অচল হয়ে পড়েছে বলা যায়। কিন' তাই বলে যে মানুষ চিঠি লিখছে না তা কিন' না।

বর্তমানে মোবাইল কোম্পানী গুলা যে আর্কষনীয় অফার বা ছাড় দিচ্ছে তাতে সময় নষ্ট করে কেউ চিঠি লিখবে এটা ভাবা আর কষ্টকল্পনা করা একই কথা। আমাদের এলাকার ছেলে সেলিমকে(এলাকার প্রেমিক সমপ্রদায়ের নেতা) এস এম এস বর্তমানে চিঠির তুলনায় কতটা জনপ্রিয় সে সর্ম্পকে প্রশ্ন করা হলে সে বলল, এখন হল অত্যাধুনিক যুগ চিঠি পুরানো একটি ব্যাপার । চিঠিতে মনের ভাব পুরোটা প্রকাশ করা গেলেও ঝামেলা অনেক বেশি থাকে। তাছাড়া চিঠিতে ঝুকি থাকে প্রচুর। তাই চিঠির তুলনাই আমি এস এম এস কেই প্রধান্য দেব বেশি।

সে এস এম এস এর একটি নমুনাও দেখাল নমুনাটি এরকম Heard is like a crystal, preserve it. Love is like a perfume, spread it. Feelings are like flood, flow it. Friendship is like an umbrella come lets share it. একই বিষয় সর্ম্পকে প্রিন্স (যে স্কুলের মেয়েদের কাছে সপ্নের রাজকুমার নামে পরিচিত) এর কাছে প্রশ্ন রাখা হলে সে বলল চিঠির স'ান কখনই অন্য কিছু দখল করতে পারবে না। চিঠি চিঠির স'ানেই চির অমর হয়ে থাকবে। সে নতুন একটি চিঠি বের করে দেখাল যেটা সে ক্লাস নাইনের একটি মেয়েকে দিবে । চিঠিটি এরকম। মেঘকুমারী (তার দেওয়া নাম) আশা করি ভাল আছ।

তোমার সাথে ঠিক মত দেখা করতে এবং কথা বলতে পারছি না বলে আমিও অনেক কষ্টে আছি তাই বলে মনে কোরনা তোমার প্রতি আমার ভালবাসা কম আছে। মেঘ কুমারী তুমি যখন রাগ করবে তখন আমার জন্য ভাল হবে কারন তোমাকে আমি আদর করার সুযোগ পাব। তোমাকে আমি এমন আদর করবো যােেত প্রত্যেক দিন তোমার একবার করে রাগ করতে ইচ্ছা করে আমার আদরের আশায় । আর আমি এমন কোন কাজ করবো না যাতে তোমার কখনও রাগ হয়। পড়াশুনা ঠিকমত করবে।

শরীরের প্রতি যত্ন নিও সেই কামনায় এবং তোমার চিন-ায় ( বিঃদ্রঃ বাংলা লিংকে মিস কল দিও, বাংলা লিংক যদি বন্ধ থাকে তাহলে গ্রামীনে মিসকল দিও তাছাড়া একটেল,ওয়ারিদ নম্বর তো জানই) তোমার একান- স্বপ্নের রাজকুমার (নিজের দেওয়া নাম) উপরিউক্ত আলোচনার পরিশেষে একথা প্রতিয়মান হয় যে বর্তমানে বেশী জনপ্রিয় যে কোনটা এ বিষয় নিয়ে আমিও খুবই কনফিউজ এ আছি। ভাব আদান প্রদানের জন্য প্রেমিক প্রেমিকাদের মধ্যে চিঠি এক সময় একটি প্রধান অস্ত্র ছিল । এখন সেই অস্ত্রের জাইগাটা এস এম এস নামক ক্ষেপনাস' দখল করে নিয়েছে। এবং একই সাথে মনের স'ানে দেহ বা শরীর এখন প্রধান হয়ে দাড়িয়েছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।