সময়... অনাদি... হতে... অনন্তের... পথে...
মরুময় পৃথিবীর বিস্তৃর্ণ বালুচর
যেখানে লুটায়ে পড়ে
কষ্টের তীব্রতা!
তীব্রতা কতটা উত্তাপ
কতটা নিশাচর
দেখে না কেউ
কোনদিন।
ভাবনার গতিধারা বয়ে বেড়ায়
কালের পরিক্রমায়
স্মৃতিদের ঘুরোঘুরি
ডানা ঝাঁপটানো
এ ঘর থেকে ও ঘর
এভাবেই দিন যায়
ক্ষণ যায়!
কেউ দেখে অদৃশ্য ছায়ার মতো
দৃশ্যমান, আধারচ্ছন্ন!
মনে হয় তিমীর রাতীর বেলায়
ঘুমায়ে গিয়াছে পৃথিবীর
সমস্ত কোলাহল
বেদনার বিষাদবিন্দু!
স্বপ্নদের লুকোচুরি
শেষ রাত্রির শেষ বেলায়
রাতের নিস্তব্দতাকে ম্লান করে
পৃথিবী এখন ক্লান্ত
বড্ড ক্লান্ত
সাড়ে সাত'শ বছর ধরে
এভাবে ক্ষণ যায়
প্রতিটি ক্ষণ····!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।