আমাদের কথা খুঁজে নিন

   

মাই অনলাইন মম্



খুব বেশি আগের ঘটনা নয়; পোলাপাইন সবে ব্রাউজিং করাটা কালচারে আনছে। সায়হান খু্ব মজা লুটতে চায় ইয়াহু ম্যাসেঞ্জার থেকে। দুপুর দু'টা। ভার্সিটির ক্লাস বাদ দিয়ে ঘরে বসে আছে সায়হান। কিছু ভালো লাগে না; তার চেয়ে নেটে গেজানোটাই ওর কাছে পাফেক্ট ঠেকে।

গতকাল ইরার সাথে পরিচয়। বাংলাদেশী মেয়ে, কানাডা প্রবাসী। হুয়াট এ্যা সেক্সি মাইয়া শি ইজ......সায়হান ইরার সাথে মজে যায়। ওর সাথে সব সেক্সি সেক্সি ফটো শেয়ার করতে থাকে। ইরা তো পারলে তখনই ওকে (সায়হানকে) কানাডায় ওর বেড রুমে নিয়ে যায়।

সায়হান হর্ব করে ওর বন্ধুদের বলে আর হাসে। আজ কেন যে খারাব লাগছে! ধূর.........এটা ঠিক হয় নাই; শত হলেও মেয়েটা বাংলাদেশী জাত। ইদানিং সায়হান প্রায়ই এমন সব অযাচিত আত্ম দ্বন্দে ভুগে। দিন আগের মতো নাই। আগে ঘরের বাইড়ে আইজলামি ফাইজলামি করে দিন কেটে যেতে........বাড়ন্ত বয়সের ছেলেগুলোর।

আর দেখুন ঘরটাই হয়ে উঠছে ওদের একমাত্র জায়গা। কারণ ....? হ্যাঁ, ঘরে আছে কম্পিউটার আর ইন্টার নেট.....আছে হ্যাডফোন আর ওয়েব ক্যাম..ব্যস হয়ে গেল দুনিয়ার অর্ধেক হাতের নাগালে পাওয়া। সায়হান শিখছে অনেক কিছু। বয়সটাও কেমন জানি কেমন কেমন সব হাবিজাবি শিখাতে খুব তাড়া দেয়। সায়হান না চাইলেও দেয়।

সে পৃথিবীর যত সব হাবিজাবির সাথে কানেক্টেড; এই মোহ তাকে আচ্ছন্ন করে না রাখলেও একটা পরিবর্তন সম্ভবত মানসিক পরিবর্তনগুলো ওর চোখে মুখে খুব বেশি রকম ফুটতে থাকে। মেয়েগুলোর চিন্তা চেতনাও ইদানিং কেমন হয়ে যাচ্ছে। সব কথা কাজে একটা ফান তৈরি করার অদম্য চেষ্টা থাকে। সম্ভবত জেনারেশন ক্র্যাকড হওয়ার কারণে হলিউড বলিউড টাইপ হিরো হিরোইন দেখা যাচ্ছে খুব বেশি। নাহ্ সায়হান তাদের ধারে কাছেও নাই; নিজেকেই নিজের কাছে ছোট করতে থাকে.................মনে মনে তার ঈশ্বরকে যাচ্ছেতাই গালিগালাজ করতে থাকে।

.........আব্বে হালার পুত ঈশ্বর তোমারে আমি ................ব্লা ব্লা করি; তারপর নিজে নিজেই হাসতে থাকে; আপন মনে নিজের বেখায়ালি গালিগালাজ শুনে। আবার নিজেকে যাচাই করার জন্য প্রশ্ন ছুড়ে আচ্ছা ব্লা ব্লা করি এর মানে কি? আজ দিনটা আসলেও ভালো যাচ্ছে না সায়হানের। ইরাকে গতকাল অনেক ফাউল কথা বলছে। তার মধ্যে একটা জটিল রকম খারাব কথা আছে। যে শুনবে তারই কান গরম হয়ে যাবে।

আর কি অদ্ভুত ইরা দিব্যি সহজ ভাবে ঐ কথা শুনে গেছে। ওইটা যেন কিছুই না; সায়হান খুব উত্তেজিত; বাহ্ বাপ ইরাতো বেশ আপগ্রেটেড মাইয়া। সায়হান ইরাকে লিখে পাঠায়, মাগি; আই উইল সেন্ড ইউ ইন এ্যা ডিসকাভারি চ্যানাল টু ফাইন্ড আউট ইউর ইলামেন্টস অব বডি, কজ আম কন্ফিউজড্ টু সি ইউর ম্যানটাল্যিটি; হেই কিউটি, আ ইউ হিউম্যান অর কম্পিউটার প্রোগ্রাম? উড ইউ ট্যাল মি প্লিজ? ইরা সায়হানকে রিপ্লাই করে.... ওহ ডিয়ার জাস্ট কুল ডাউন, ইউ আ সো হট নাউ। আই ওয়ানা গিব ইউ কমফোর্ট; সুইট, কাম অন মাই বেড। সায়হান ইরার ম্যাসেজ পড়ে পুরা ট...অ...অ...অ...অ।

সায়হান মনে মনে বলে, শালীতো পুরাই মাগি! ........................................................চলবে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।