মহেফাজতকে রুখতে শুক্রবার বিকাল থেকে গণজাগরণ মঞ্চের অবেরাধ গত মাসে অর্থাৎ জানুয়ারি-২০১৩ তে বাংলাদেশে ৯৬ টি ধর্ষনের ঘটনা ঘটেছে। মাত্র ৪ টি ধর্ষণের জন্য সেঞ্চুরি করতে পারলো না দেশের দামাল ধর্ষকরা। আফসোস হচ্ছে সরকারের জন্য- এত বড় একটা সন্মানের রেকর্ড হাতছাড়া হলো। নিচ্ছে না কোনও পদক্ষেপ। ক্ষমতার লোভে ভূলে গেছে যে-জনগণকে নিরাপত্ত দেওয়া সরকারের দায়িত্ব।
অবাক দেশ বাস করছি- ভাবতে খারাপ লাগছে যে আমি এমন 'সভ্য' দেশে বাস করছি। আমার দেশের দুই নেত্রী নারী????? দেশের কোনও মেয়েই আজ নিরাপদ নয়। সরকার নিরাপত্ত দিতে ব্যার্থ। তার প্রমাণের জন্য কি আরও কিছু দরকার আছে? দুই নেত্রীর কেউ আজও কোনও ধর্ষীত নারীর পাশে গিয়ে তাকে এই বলে শান্তনা দেয়নি যে- ধর্ষকের বিচার করবো কিংবা ক্ষমতায় গেলে বিচার করবো। সবাই ব্যস্ত ক্ষমতায় যেতে/ ধরে রাখতে।
আজ আবার তরুণদেরই এই ধর্ষৈণের প্রতিবাদে মুখরিতকরতে হবে দেশ- সবাইকে সচেতন করতে হবে। কারো বিপদ দেখলে সাহায্যের হাত বাড়াতে হবে। ছাত্রলীগ-ছাত্রদল কিংবা ক্ষমতাসীনদের ভয় পেলে চলবে না। আসুন সবাইকে ধর্ষণ ও রাজনৈতিকদের পদক্ষেপ সম্পর্কে সজাগ করে তুলি.. কি বলেন??? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।