আমাদের কথা খুঁজে নিন

   

আমার ছোট বোন। MY LITTLE SISTER

আমার নাম সুমাইয়া শফিক।
(বাংলা) আমার ছোট বোন জাইমা শফিক, সে খুব সুন্দর, একদিন সে আব্বু আম্মুকে বলল যে আমি কোকো খাবো (কোকা মানে চকলেট)। শুক্রবার আমার বোন সকাল ৭টাই উঠল, সে সব সময় আমার আগে ঘুম থেকে উঠে।এরপর সে আমাকে ডেকে বলে আপি আপি উঠ উঠ। আজকে তোমাদের এক স্টেন্জ ঘটনা বলব আমার বোনের ব্যাপারে। আমার বোনের বয়স কেবল ২ বছর ৬ মাস । এই বয়সে সে নিজের কাপড় নিজে পড়তে পারে, সে নিজে ভাত খেতে পারে। সে যা পারে অন্য ছোট বাচ্চারা তা পারে বলে মনে হয় না। (ইংলিশ) My little sister name is Zaiyma Shafiq. She is very cute.one day she asked my mom and dad that papa i want to eat some koko means 'chocolate'.on friday my sister wake up at 7:00 clock.She always wake up before me.Then she tell me api api wake up.Today I will tell you a strange thing about my sister.That is her age is 2 year 6 months in 2 year 6 months no baby can do this thing what am going to tell you.one day she wore her dress by herself, she ate rice by herself she can do everything what other baby cannot do.
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।