বাংলাদেশ ব্লগারস এসোসিয়েশন সদস্য নং: ১০ । facebook.com/milton3d
গতকাল সন্ধ্যায় ফার্মগেট গিয়ে সত্যিই খুব আশ্চর্য হয়েছিলাম। শুধু মানুষ আর মানুষ। সাধারনতঃ ঐ সময়ে যত মানুষ থাকে তার চেয়ে কমপক্ষে দশগুন বেশী মানুষ সেখানে। ঘটনা বুঝতে পারলাম বাংলামোটরের দুর্ঘটনার জন্যই এই অবস্থা।
বিকাল সাড়ে চারটার দিকে একবন্ধু ফোন করে জানালো বাংলামোটরে রাস্তায় গ্যাসের পাইপ ফেটে আগুন ধরে গেছে। সে বাংলামোটর দিয়ে শাহবাগ যাচ্ছিল।
বুঝলাম ঘটনা নিশ্চই খারাপ। কারণ গ্যাসের পাইপ ফেটে আগুন ধরে গেলে সেখানে যেকোন সময়ে বিস্ফোরন ঘটতে পারে। যেহেতু রাস্তার ঠিক মাঝখানে এই ঘটনা ঘটেছে তাই সত্যিই ভয়াবহ।
কারণ ঐ রাস্তা পেরিয়েই আসতে হবে সিএনজি গাড়ী গুলোকে। আর বিকল্প কোন পথ তো নেই।
ফার্মগেটে অনেকক্ষন দাঁড়ানোর পরে কয়েকটা বাস আসলো, খুব বেগ পেতে হলো সেটাতে উঠতে। বাসে ওঠার পর সবাই একে ওকে জিজ্ঞাসা করছে "কিজন্য আজকে রাস্তায় কোন গাড়ী নেই কেন?"
উৎসুক হেলপারকে দেখলাম সবার প্রশ্নের উত্তর দিচ্ছে খুব আগ্রহ সহকারে। বাংলামোটরে কি হয়েছে, সেটা সবাইকে বলছে।
সে একফাঁকে বলল, "ওরে, আল্লাহরে রাস্তার নিচ দিয়া খালি পানি বারাইতেছে। "
শুনে হাসলাম, ধরলো আগুন আর সে বলে কিনা পানি। আসলে আমরা তিলকে তাল করি। হয়ত সে জানেই না ওখানে কি হয়েছে। সে পানির কথা বলছে এইজন্যই যে, তার কিছুক্ষণ আগে ফায়ারব্রিগেড আগুন নেভাতে পানি দিয়েছে হয়ত।
ছবি সূত্র: দৈনিক যায় যায় দিন
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।