আমাদের কথা খুঁজে নিন

   

অপ্রকাশিত-৪ (এক টুকরা পার্সোনাল ভাবনা )

আমি কি হনুরে... ৩ ... ;)

নিচে একটু পরে যা পড়তে যাচ্ছেন তা ছন্দে ছন্দে এক টুকরা ভাবনা যা আমার পুরাই ব্যাক্তিগত। কেউ ভিন্নমত পোষন করলে অথবা করতে চাইলে..... করেন, আমার কোন সমস্যা নাই ....................................................................... বেশ অনেকদিন পর ২ প্রাক্তন বন্ধুর হঠাৎ দেখা... ১ম বন্ধু: আরে বন্ধু, তুমি এখানে? কি যে আনন্দ জাগছে প্রাণে! তোমাকে হঠাৎ দেখব ভাবিনি কতদিন বল গল্প করিনি?? ২য় বন্ধু: হ্যাঁ বন্ধু, ঠিকই বলেছ। এতদিন তুমি কেমন রয়েছ? বিয়ে-থা করে ফেলেছো বুঝি? হাতে যে দেখছি আটা আর সুজি। ১ম বন্ধু: আর কি বলব, হঠাৎ হল। কি করে জানাবো তুমিই বল? তবে বউ একেবারে সোনার বরন ঠিক যেন এক পরীর গড়ন।

২য় বন্ধু: শুভকাজটা যে ভাই আমিও করেছি! কাউকে কি ছাই জানাতে পেরেছি? বউটা আমার পেয়েছি ভাল, মুখখানিতে চাঁদের আলো। ১ম বন্ধু: গুণের কথা কি আর বলব, তাহলে তো শেষ হবেনা গল্প। একটা কথাই বলব ভায়া, ওর হাতে যেন যাদুর ছোঁয়া! ২য় বন্ধু: আমার সেও কম যায়না একটুখানি বিরহ সয়না। সময় পাও তো এস একদিন বুঝবে, কি সুখে আছি এ্যাদ্দিন! ১ম বন্ধু: তবে তো তোমার ভাগ্য বটে, এমনটি বউ কজনার জোটে? ( মুখে শুধু তোর বড় বড় কথা চাপা মারছিস শালা লুকাতে ব্যথা!) ২য় বন্ধু: তুমিও তো ভাই রয়েছ সুখে আলোর ছটা যেন দেখছি মুখে! ( ত্যাঁদড় যে তু্ই আগেই জানি বউ নিশ্চয় বাঁদর একখানি!) ১ম বন্ধু: আজ তবে আমি নিচ্ছি বিদায়...(হতভাগা মরুক!) ২য় বন্ধু: আশা করি ফের দেখব তোমায়...(খোদা না করুক!) ২ বন্ধুর প্রস্হান। ঘটে যদি থাকে বুদ্ধি অল্প কোরনা বাইরে বউয়ের গল্প।

অমূল্য এই উপদেশ কার? ছড়াখানি যে লিখল তার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।