আমাদের কথা খুঁজে নিন

   

হে আমাদের মাহমুদুল হক...

সুন্দর সমর

নিরাপদ তন্দ্রায় ভেংগে পড়লেও তুমিও আমরা বেদনায় আক্রান্ত হলাম শব্দের যাদু দিয়ে হীরার দ্যুতি অলংকারের নিপুণ কারিগর, প্রতিটি বসিয়েছো মেপে-ঝুকে ছড়িয়ে তোমার রচনায় নির্মাণের বাহাদুরি আর আমরা প্রতিবার উজ্জীবিত তোমর রচনা পানে, এ যেন অমিয় সুধা ভাষাকে নতুন আকাশে ভাসিয়ে দিয়েছো, পরিশ্রমের ধকল কতোটা গেছে দীর্ঘ নিরবতায় তাই বলে গেছে। তোমার নিরাপদ তন্দ্রা মানে ভাষার জগতে চিরকাল জেগে থাকা হে আমাদের মাহমুদুল হক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।