সামনে আছে অনেক কি ছু, দেখতে চাই আর ও কিছু
Click This Link এই লেখাটি সাপ্তাহিক ২০০০ এ ২০০৪ সালের ১লা অক্টোবর সংখ্যায় প্রকাশিত হয়েছিল । ।
২৬ শে মার্চ ১৯৯৯ সাল । থাই বিমান যোগে ঢাকা ত্যাগ । গন্তব্য সিউল (কিম্পু) আন্তর্জাতিক বিমান বন্দর ।
সহযাত্রী একজন । বিমান থেকে নেমে ইমেগ্রেশনে লাইন নিতেই একজন অফিসার এসে প্রশ্ন করলেন,'' Where are you from ''? আমি বাংলাদেশ বলতেই অফিসার বলে উঠলেন , Follow me ... কাউন্টারে ভিসা না দিয়ে অফিসে নিয়ে গেল আমাদের । সেখানে আরও কিছু যাত্রী । প্রায় সবাই বাংলাদেশ সহ এশিয়ার অন্যান্য দেশের যাত্রী । আমার সহযাত্রী আমার থেকে প্রায় চার ইন্ঞি খাটো ।
কিন্তু উচ্চতা লেখার যায়গায় লেখা হয়েছে ৫ ফুট ৭ ই ন্ঞি । অথচ আমার উচ্চতা লেখা হয়েছে ৫ ফুট ৩ ইন্ঞি । এক জন অফিসার বিষয়টি খেয়াল করলেন এবং আমাদের দু'জনকে পাশাপাশি দাঁড়াতে বললেন । এর পর আমাকে বললেন, এসব কিভাবে হলো ? কি বলবো ভেবে পাইনা । দেশের বাইরে এই প্রথম আসা ।
তাছাড়া ভিসা পাওয়া না পাওয়ার ব্যাপার আছে । অস্বস্তিতে আছি ।
এমন সময় অন্য একজন অফিসার প্রশ্ন করলেন কোন দেশ থেকে এসেছি । বাংলাদেশ বলতেই ও বলে উঠলো Oh! Bangladesh !! ওর বলার ধরন দেখে মনে হলো বাংলাদেশের পাসপোর্টে এটা কোন ব্যাপারই না । লজ্জা বেড়ে গেল ।
অফিসারকে প্রশ্ন করলাম , বাংলাদেশের ব্যাপারে তার এত সংশয় কেন ? অফিসার বলল ,''তোদের দেশের পাসপোর্টের বেশীর ভাগ তথ্য গুলোই সঠিক নয় । '' যেমন এক দিনে যদি ২০ জন যাত্রী আসে তার মধ্যে ১০-১২ জনের জন্মতারিখ থাকবে ১লা জানুয়ারী । আচ্ছা তোদের দেশে ১ লা জানুয়ারি জন্ম নেওয়ার বিশেষ কোন ব্যাবস্হা আছে কি ? প্রিয় পাঠক , আমার পাসপোর্টে ও ১লা জানুয়ারি জন্ম তারিখ । তাই লজ্জায় চেহারা লাল হয়ে গেছে। অফিসার আর কোন কঠা না বলে তথ্যা গুলো কম্পিউটারে এন্ট্রি করে আমাদের ভিসা দিয়ে বললেন ,Well come to korea ..
পাসপোর্টে আমার জন্ম তারিখ লেখা হয়েছে ১ লা জানুয়ারি , যদিও এটা আমার আসল জন্ম তারিখ নয় ।
আমার এস এস সি , এইচ এস সি , বিএ'র সার্টিফিকেটে লেখা আছে ০৫- ০৫-১৯...। যদিও এটাও আমার আসল জন্ম তারিখ নয় । ভোটার লিস্টে আমার বয়স লেখা হয়েছে ১৯ বছর( ৯৫-৯৬এর ভোটার লিস্টে ) যদিও এটাও ভুল তথ্য । আসলে আমার জন্ম তারিখ কত? পরে তা জানাচ্ছি । তার আগে পাসপোর্ট নিয়ে আর একটি বিড়ম্বনার ঘটনা লিখছি ।
কোরিয়াতে কিছু মানবাধিকার সংস্হা বিদেশিদের বিভিন্ন ভাবে মানবিক সাহায্য করে থাকে । এর মধ্যে বিনা মুলয়ে চিকিৎসা সেবা অন্যতম । তা ছাড়া কোন কোম্পানীতে বেতন না দিয়ে চাকুরী থেকে ছাঁটাই করলে সম্পূর্ন পাওনা আদায় করে দেওয়া , প্রয়োজনে আদালতে মামলা দায়ের এবং মামলার ব্যায়ভার ও ওরা বহন করে ।
এই সব কাজ গুলো যে সকল সংস্হা করে তাদের আমরা মাইগ্রান্ট সেল্টার বলি । সে রকম একটি শেল্টারে পায়ের ব্যাথার কারনে গিয়েছিলাম ।
নাম এন্ট্রি করার সময় পাসপোর্টে আমার জন্ম তারিখ ১ জানুয়ারি দেখে ভদ্র মহিলা আমাকে অভিনন্দন জানালো এবং একটু হেঁসে উঠলো। অভিনন্দনের কারন বুঝলাম কিন্তু হাঁসির কারন জানতে চাইলে ১লা জানুয়ারি একটা বিশেষ দিনে আমার জন্ম এ জন্য অভিনন্দন আর এটা আমার আসল জন্মতারিখ কিনা সে জন্য হেঁসেছিল বলে জানালো।
আমি বললাম কেন , ১ জানুয়ারি মানুষের জন্ম তারিখ হতে পারে না ?এবার ভদ্র মহিলা কম্পিউটারে এন্ট্রি তালিকা বের করে দেখাল এখানে ৮৭ জন বাঙ্গালীর তালিকা আছে যার মধ্যে ২৬-২৭ জনের জন্ম তারিখ ১ জানুয়ারি । লজ্জায় মাথা নিচু করে আছি , ভদ্র মহিলা আমাকে বললেন ,''এর কারনটা কি বলতে পারো ''?
উত্তরে তাকে যা বলেছিলাম তা এখানে প্রকাশ করা যাবেনা । কেন জানেন ? কেউ কেউ আমার বিরুদ্ধে রাস্ট্রদ্রোহিতার মামলা ঠুঁকে দিতে পারে ।
এই যে আমার এত গুলো জন্ম দিন তার জন্য আমি দায়ী নই । দায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ । যেমন , ক্লাস নাইনে রেজিস্ট্রেশন করার সময় স্কুলের কেরানি এস এস সি পাস করতে কত বছর লাগে তার একটা গড় হিসাব করে ইচ্ছে মত বয়স বসিয়ে দিয়েছে । পরে যখন দেখতে পেলাম ভুল জন্ম তারিখ লেখা হয়েছে অভিবাবক সহ গিয়ে অভিযোগ করলাম । কাজ হলোনা ।
রেজিস্ট্রেশন হয়েগেছে ।
আমি যখন ডিগ্রিতে পড়ি আমার ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি ও আমি । বিএনপি সরকার ক্ষমতায় । স্হানীয় বিএনপি ছাত্রদলের তত্তাবধানে ভোটার লিষ্ট হচ্ছে । আমার ভায়োডাটা দিয়ে পরম পুরন করে দিলাম ।
পরে যখন মুল তালিকা আসলো দেখলাম আমি সহ ছাত্রলীগ আওয়ামি লীগের আনেকের নামই নাই মুল তালিকায় । বুঝতে অসুবিধে হয় নি কারন কি । পরে অতিরিক্ত সময়ে সংশোধিত তালিকায় নাম উঠাতে গেলে সংশ্লিষ্ট কর্মকর্তা জানতে চাইলেন লেখা পড়া করি কি না ? ডিগ্রিতে পড়ি বলতেই আর কিছু না জানটে চেয়ে বয়সের জায়গায় ১৯ বছর দিয়ে দিয়েছে । ওনাকে বললাম ১৯ বছরে কেউ ডিগ্রিতে পড়তে পারে না । আমার ভোট দিতে সমস্যা হবে ।
আপনি বয়স ঠিক করে লিখুন । একটা ধমক দিয়ে বললেন বেশী বাড়াবাড়ি করলে নাম কেটেই দিব । এ ভাবে ভুল তথ্য ভোটার তালিকায় ।
কুমিল্লা পাসপোর্ট অফিসে ঢোকার সুযোগ নাই । বাইরে দালাল গিজগিজ করছে ওদের মাধ্যমেই পাসপোর্ট করতে বাধ্য হলাম ।
জন্ম তারিখ ৩রা এপ্রিল সহ সকল তথ্য দিয়ে চলে এলাম । পাসপো্র্ট আনতে গিয়ে দেখি ৩রা এপ্রিলের জায়গায় ১ জানুয়ারী জন্ম তারিখ । দালালকে বললাম এসব কেন হলো ? ঠিক করে দাও । অতিরিক্ত টাকা চাইলো । আমি বললাম ভূলতো আমি করিনি ।
ভুল করেছ তোমরা ! আমি টাকা দিব কেন ? দালাল বিভিন্ন ভাবে বুঝাতে লাগলো আমাকে । আমিও নাচোড়বান্দা!! তর্ক শুরু হলো দ'জনের মধ্যে । এরই মাঝে কিছু লোক জড়ো হলো সেখানে । বেশির ভাগই ডালাল ও দালালের প্রতি সহানোভুতিশীল । আমাকে বলটতে লাগলো জন্ম তারিখ সামান্য ভুল, এটা কিছুই না , মেনে নিন ।
বাধ্য হয়ে ফিরে এলাম । আর আমার জন্ম দিন হয়ে গেলো ১ জানুয়ারি !!
এখন আমার বেশ কয়েকটা জন্মদিন!! ভাবতে ভালই লাগে আমাদের প্রধান মন্ত্রীর ও বেশ কয়েকটা জন্মদিন । আমি আমার কারন সহ আসল জন্মদিন উল্ল্যেখ করেছি । প্রধানমন্ত্রীর আসল জন্মদিন ও দেশ বাসি জানতে চায় ।
মো আবুল বাহার
সিউল, কোরিয়া ।
email;
সময়ের হিসাবে অনেক আগের লেখা এটি । তাই সময়ের বিচার পাঠকের কাছেই রইলো ।
ছবিঃ সাপ্তাহিক ২০০০ এর যেই সংখ্যায় ছাপা হয়েছিল তার কভার ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।