ঢাকা, ১৯ জুলাই (মিডিয়া ফর মিডিয়া)- কবি সমুদ্র গুপ্ত শনিবার সকালে ভারতের ব্যাঙ্গালোরের নারায়ণী উড়–দয়ালা হাসপাতালে মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর।
অসুস্থ কবির উন্নত চিকিৎসার জন্য গত ৩ জুলাই ভারতে নিয়ে যাওয়া হয়। এর আগে গত ১০ মে তাঁকে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। এখানে তাঁর পিত্তনালীতে একটি ব্লক ধরা পড়ে।
এরপর তাঁকে স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
ব্লক সরানোর জন্য তাঁর শরীরে অস্ত্রোপচার করে একটি স্টেন্ট বসানো হয়। অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে ভারতে নেয়া হয়। সেখানকার চিকিৎসকরা তাঁর লিভারের পাশে একটি টিউমার সনাক্ত করেন। টিউমারটিতে ক্যান্সার ধরা পড়ে।
তিনি উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসেও ভুগছিলেন।
সকালে কবির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কবি, সাহিত্যিক ও শুভানুধ্যায়ীরা তাঁর বাসভবনে ছুটে যান।
১৯৪৬ সালে ২৩ জুন কবি সমুদ্র গুপ্ত সিরাজগঞ্জের হাসিল গ্রামে জন্ম গ্রহণ করেন। তিনি কবিতা, গল্প, সমালোচনা, প্রবন্ধ, নিবন্ধ, কলাম ইত্যাদি লিখতেন।
end/m4m/mh
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।