আমাদের কথা খুঁজে নিন

   

# কাব্যের আধুনিকতা

শাফিক আফতাব # আধুনিক কবিতার জন্য সারারাত্রি জাগি, শব্দ ছন্দ অলঙ্কার আর রসের ভাণ্ডার খুঁজে খুঁেজ সাড়া সিনিয়র কবিদের কাছে করুণা মাগি ; যদি পাই কাব্যের নতুন এক গতিধারা। আধুনিকতার সজ্ঞা ফিকে হয়ে আসে শীতরাত্রির টালোকে, অভিধানে শব্দ সমুহ যথেচ্ছ ব্যবহার করেছেন তুখোর কবিসকল : আধুনিকতার কোনো বিষয় আঙ্গিক আসেনা মনোলোকে; শ্যাওলার বিলে শুধু ফুটে থাকে সেই পুরোনো উৎপল। কবি হতে আজন্ম করেছি কাব্যের সাধনা, বৈষয়িক বিষয়কে ছুঁড়েছি প্রান্তরের ধুলোর ধূসরতায়, অদ্যাবধি পাইনি কাব্যের কোনো আঙ্গিক অধূনা : চুল পাকে আজ শহরের দুষিত বাতাসে তাড়ায়। এত বছর পর কাব্যের আধুনিকতা বুঝিনি আমি ; কবির মেধা আছে কি আমার ? জানেন অন্তর্যামী। ২.২.২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।