-
হেডঃ
দেয়ালে পিঠ ঠেকে গেলে...
বটবৃক্ষের ছায়ায় পা ছড়িয়ে বসে থাকি।
নিজের মনন কে ছুটি দিয়ে
একেবারে নির্বিকার অপেক্ষমান আমি।
তারপর চলে সময়ের সাথে
ক্লান্ত সাপ লুডু খেলা।
থেকে থেকে মান অভিমানে
আকাশ পানে চেয়ে থাকা; আর
কেবল অদৃষ্টকে দোষারোপ !!
টেইলঃ
দেয়ালে পিঠ ঠেকে গেলে...
মুঠো ফোনে যোগাযোগ করেছি চকিতে
পোড়া হৃদয়ের ব্যস্ত ফায়ার ব্রিগেডে।
ওরা এখনি তুমুল সাইরেন বাজিয়ে
গাড়িবহর পাঠাবে বলে জানিয়েছে।
সেই গাড়িবহর তাজা বারুদে ঠাসা !
এই মাটির কসম খেয়ে বলছি-
ওরা এসে গেলেই; বুকে বারুদ নিয়ে
আমিও যোগ দেব মিছিলে।
ধোওয়া চোখে মেখে ঝাঁপ দেব আগুনে...
তারপর শুরু করবো সব কিছু আবার শুরু থেকে !!
ছবিসূত্রঃ
Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।