আমাদের কথা খুঁজে নিন

   

তো এরকম হতো না!

একটু আগে বাড়ি ফিরলাম। সব ঝামেলা চুকে। দরোজায় দাঁড়িয়ে পিছন ফিরে দ্যাখি, এ-কী! আমার সমস্ত শরীর যেনো পুড়ে যাচ্ছে শারদীয় জোছনায়, তীব্র আলোয়।

সময়েরও আছে গোলচক্কর, লাল বাতি জ্বলা মানেই, আজ সকালে পিষ্ট হলো ক্লান্ত বকুল ফুল; সবুজ বাতির প্রাণ মানেই, 'পুরোনো প্রেমিকার কাছে যেতে পারো ফিরে' নতুন প্রেমের কাছে আজ হবো আমি চক্ষুশূল! সময়েরও আছে নানারকম ব্যাধি ... প্রতিদিন সন্ধ্যেবেলায় পূর্ণমানব বোধ করে অসুস্থ বেদনা মাঝরাতে হাহাকার বাড়ে, সুস্থ দিবসে তো এরকম হতো না!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।