আমাদের কথা খুঁজে নিন

   

বাই পাস প্রক্সি সার্ভার ও সচলায়তন

চলছি, যেমন চলছে। ইমেইল: lostindrk@gmail.com

সাধারণত যা হয়, সিস্টেম এডমিন কোন নির্দিষ্ট রেন্জের আইপিকে ব্যান করে থাকেন। ঐ আইপি থেকে আসা কোন কোন রিকোস্ট আর প্রসেস হয় না। খুব সম্ভবত তাতেই সচলায়তন বাংলাদেশ হতে ঢোকা যাচ্ছে না। ব্যাপার না।

গুগলে গিয়ে "বাই পাস প্রক্সি সার্ভার" লিখে সার্চ দেন। হাজার হাজার ওয়েবসাইট আছে যারা এই কাজটি বিনা পয়সায় দেয়। সেখান থেকে ব্রাউস করুন। সিস্টেম এডমিন কয় পদের আই পি রেন্জ ব্যান করবে? বেশির ভাগ বাই পাস প্রক্সি সার্ভারের লিংকগুলো আমেরিকা বেইজড হওয়ায় সচলায়তনে ঠিকই ঢোকা যায়। উদাহরণ হিসেবে বাই পাস প্রক্সি সার্ভার লিংক (http://help2.info) দিয়ে দিলাম।

"প্রক্সি নাও" অংশে লিনকটি লিখে ব্রাউজ করুন। ধন্যবাদ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।