আমাদের কথা খুঁজে নিন

   

নয়ন তোমারে পায় না দেখিতে ...

কি জানি কিসের ও লাগি প্রান করে হায় হায় ...

মানুষ যখন খুব কষ্টে থাকে তখন সে আসলে কষ্টের কারনগুলো আলাদা করতে পারেনা। কষ্টের সময় আরো বেশী কষ্টের গান শুনতে হয়। শুনতে শুনতে কষ্টগুলো বাড়তে থাকে। বাড়তে বাড়তে একসময় সবকিছু ফাকা হয়ে যায়... তখন আর কষ্টের অনুভুতি থাকে না, কোন কিছুর ই আর অনুভুতি থাকে না। সব ফাকা... সব খালি... শুধু একা আমি... দিশেহারা... ...নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে। হৃদয় তোমারে পায় না জানিতে, হৃদয়ে রয়েছ গোপনে। জানি শুধু তুমি আছ, তাই আছি, তুমি প্রানময় তাই আমি বাচি, যত পাই তোমায় আরো তত যাচি, যত জানি তত জানিনে। জানি আমি তোমার পাব নিরন্তর, লোকলোকান্তরে যুগযুগান্তর - তুমি আর আমি মাঝে কেহ নাই, কোন বাধা নাই ভুবনে ...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।