আমাদের কথা খুঁজে নিন

   

জোট ভিত্তিক রাজনীতি আর নয়



জোট ভিত্তিক রাজনীতি কেন ? ইলেকশন কেন ? ক্ষমতা যাওয়ার জন্য ? নাকি নিজেদের অস্তিত্য বাচিয়ে রাখার জন্য ? আমাদের বুঝানো হয় আদর্শ মিল রেখে জোট করা হয় । আসলে কি তাই ? অতীতে কি তাই দেখেছি ? বিএনপির সাথে জামাতের বা আঃ লীগের সাথে জাসদ( এক সময় আঃ লীগের সাথে সাপে-নেউলে সম্পর্ক ছিল)/ ওয়ার্কাস পার্টির বা আঃ লীগের সাথে জাতীয় পার্টি/ ইসলামী দলের কি আদর্শগতভাবে জোট হয় ? আসছে জাতীয় নির্বাচনে "না" ভোটের অপসানসহ অন্যান্য অনেক নিয়মকানুন থাকছে । সেই সাথে জোট ভিত্তিক ইলেকশন না করতে পারার আইন থাকা উচিৎ বলে আমি মনে করি ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।