একজন ইউনুস খান বেঁচে থাকতে চান গণ মানুষের মৌলিক চাহিদা পূরণের আন্তরিক প্রচেষ্টা এবং উদ্যেগ গ্রহণের মাঝে।
ব্লগে বেশী দিন না। এরই মাঝে অনেক কিছু দেখে ফেললাম-
-> দেখলাম মানুষ মানুষের জন্য
-> অনেক সৃষ্টিশীল লেখা দেখলাম
-> একটা কমিউনিটি পেলাম
আরও দেখলাম-
-> শ্বাশতরে নিয়া তর্ক-বিতর্ক, টানাহ্যাচরা।
-> মুক্তিযোদ্ধা- রাজাকার-জামাত ইত্যাদি নিয়া হৈ চৈ।
-> অনেকরে আজাইরা পোস্ট দিতেও দেখেছি।
-> কেউ কেউ আবার অযথা ধর্ম নিয়াও বিতর্ক সৃষ্টি করেছে।
-> কেউরে অযথা মাইনাস দিতেও দেখেছি।
-> কাউরে কাউরে কারন ছাড়াও প্লাস দিতেও দেখেছি ।
-> অনেক ভি.আই.পি কেও দেখেছি আজাইরা পোস্ট দিতে। কেননা তারা একসময়কার জনপ্রিয় ব্লগার।
তাই তারা জানে তারা যাই লিখুক না কেন আমরা তাদের দৃষ্টি পাওয়ার জন্য তাদেরকে প্লাস দিবই।
অনেককে হিট পাওয়ার জন্য ফিট হইয়া যাইতে দেখেছি।
অনেককে আবার হিট না পাইয়া ফিট হইয়া যাইতেও দেখেছি।
আমার মনে হয় আমাদের সবার উচিত ব্লগে গঠনমূলক আলোচনা করা। সৃষ্টিশীল কিছু লেখা।
সেই সব লেখা নিয়ে তর্ক-বিতর্ক হবে। তবে কাঁদা ছোঁড়াছুঁড়ি না।
আমি জানি আজকে আমার মাইনাসের বন্যা বয়ে যাবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।