আমাদের কথা খুঁজে নিন

   

“ নষ্ট প্রান ”



শুয়োরের বাচ্চারা নেমেছে রাস্তায়, সাগরদি থেকে বরিশাল বিশ্ববিদ্যালয় ঘুরে বেড়াচ্ছে দেশময় । বিকৃত, খুনি প্রেমিক নাকি শুয়োরের বাচ্চার প্রতীক ; ওরা নষ্ট প্রান, নষ্ট জীবন খুবলে খায়, কেড়ে নেয় ; একটা ফুলেল প্রান । নিঃশ্চুপ সমাজ, মূক আমি অন্ধ সমাজপতি, প্রতিনিধি । শুয়োরের বাচ্চারা উঠুক জেগে , জায়গা করে নিক সমাজের অগ্রভাগে । আর আমরা , বিবেক সমেত গোরস্থানে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।