আমাদের কথা খুঁজে নিন

   

যখন অনেক কষ্ট হয় ।



মন খারাপ লাগছিল অনেক । কষ্ট লাগছিল । তাই একটু হাল্কা হওয়ার চেষ্টা করছিলাম আজে বাজে লেখা পড়ে সময় নষ্ট না করতে চাইলে প্লিজ এখানে আইসেন না । যখন অনেক কষ্ট হয় ,তখন মানুষ কি করে ? ক্ষুধার বা শারীরিক যন্ত্রণার কথা বলছি না । এমন কিছু কষ্ট আছে না ,প্রতিটি নির্জন মূহুর্তে আমাদের পিছু নেয় , অনবরত বৃষ্টির ফোটা ভেদ করে ধাক্কা দেয় মনের বন্ধ দরজায় ? যখন এই কষ্ট গুলোই ২৪/৭ তাড়া করতে থাকে আমাদের বেচে থাকাকে ,তখন কেমন লাগে ? অনেকে হয়তো গান শোনে , কেউ কবিতার বই নিয়ে বসে ,অনেকে লিখা লিখি করে আর কেউ কেউ ঘর অন্ধকার করে বসে থাকে চুপচাপ ।

আমি সারাদিনই গান শুনি, মন খারাপ হলে গান আর ভাল লাগে না । আর আমার ভেতরের অস্থিরতা আমাকে না দেয় কিছু পড়তে না দেয় কিছু লিখতে । আমি ছটফট করতে থাকি । এই যেমন এখন আর কিছু না পেয়ে কি-বোর্ড এর সামনে এলোমেলো শব্দ টাইপ করছি । কাদের কষ্ট বেশি হয় বলেন তো ? যারা দুর্বল তারা বেশী কষ্ট পায় ।

স্বপ্ন দেখা মানুষজন কষ্ট পায় বেশী । এস্কেপিস্ট মানুষ যারা তাদের এমন তীব্র কষ্ট হয় । হয়তো বাস্তবতা তাদের উপর প্রতিশোধ নেয় অথবা তাদের জন্য এই জীবনের কোনো মানে নেই । তাই এই জীবন কুয়াশার মত ধোয়াটে পথ হয়ে থাকে সবসময় । কিন্তু এই জীবন তো তাদের স্বনির্বাচিত নয় ।

আর তারা পারেও না সেই সীমাহীন সীমানার বাইরে যেতে । আমি কি পারব বাস্তববাদী হতে কখনো আমি যতই চেষ্টা করি ? আমি কখনো পারব না এই পৃথিবীতে ,আমার বৃত্তের বাইরে যেতে । তাহলে কেন অহেতুক বৃত্ত বন্দি আমার চলাচল । এ অর্থহীন খেলা শুধু । এই বিষণ্ণতা থেকে আমি বেরিয়ে আসতে পারব না হয়ত কখনই ।

কি হতাশার কথা । কয়েকদিন আগে লেখা একটা কবিতা দিলাম নিচে । সাবধান বাণী যখন শুনেন নাই তখন তো ফল ভোগ করতেই হবে !!!! আমি দেখি ,যা আমি দেখতে পারি না। আমি জানালা দিয়ে তাকাই,আমার আকাশ আটকে থাকে যদিও তারের জালে আর আমার সবুজ নিশ্চুপ ক্রমেই হয় বর্ণহীন যন্ত্রনায় । আমি এসব দেখি না ঘন কুয়াশা ঢেকে দেয় সব, আর অন্য কোন বিষাদী ডাক বিমূর্ত হয় আমার সামনে।

অবিশ্বাসী আমি ফিরে তাকাই,আর তখনো আমি এই নির্জন উপত্যকায় আমি দেখি ,যা আমি দেখতে পারি না । আমার মানসিক ভ্রমণ তোমাদের সূর্যোদয়ের দিনে আমাকে নিয়ে যায় সূর্যাস্তে। কে যেন বলেছিল "বাস্তবতা এক আশ্চর্য ঘোর। " হয়তোবা আমিও হেটে চলি এক ঘোরের ভেতর হেটে চলি বৃষ্টির মাঝে,খুব ক্লিশে হয়ে ওঠা জীবনকে একপাশে ফেলে ফিরে চলি- পাক খেয়ে কুয়াশা উড়ে যায় আমার চারিদিক। প্রলাপ লেখা বন্ধ করলাম আজকে এখানেই।

বিদায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।