আমাদের কথা খুঁজে নিন

   

ইউরো ২০০৮ আর্কাইভ

.... তবুও আমি স্বপ্ন দেখি ... (স্বপ্ন, বাস্তব এবং ব্লগের সর্বস্বত্ব ব্লগার কতৃক সংরক্ষিত)

ইউরো ২০০৮ শেষ হয়েছে মাসখানেক হচ্ছে। আলোচনাও হয়তো এতদিনে থেমে গিয়েছে। কিছু মানুষ স্মৃতি হাতড়ে ডিসেকটিং টেবিলের কাটা ব্যাঙের এলোমেলো শরীরের মত এখনও ইউরোকে পর্যবেক্ষন করছে; তবে সে সংখ্যা নিতান্তই নগন্য। চ্যাম্পিয়নস লীগ জেতার পর অশ্রুসজল চোখে রোনাল্ডো বলেছিল ম্যান-ইউ ছাড়বে না। ইউরো শেষে দেখা গেলো স্পেনের প্রেমেই বুঝি পড়ে গিয়েছে সে।

জোড় হাতে পারলে সবাইকে এখন বলে "আমাকে মুক্তি দাও, আমি স্পেন যাবো"। লেখার বিষয় আছে অনেক কিছু নিয়ে, তবুও এই আর্কাইভে কিছু পুরোনো লেখাকে এক করে রাখার ইচ্ছাটা দমিয়ে রাখতে পারলাম না। যারা আগেই পড়েছেন তাদের জন্য নুতন কিছু নেই এখানে। কিন্তু যারা পড়েননি, তারা হয়তো পড়ে দেখতে পারেন। ১. জার্মান কান্না এবং কিছু প্রাসঙ্গিক গল্প ২. জয় নেদারল্যান্ডস্, জয় নুতন দিনের ৩. বাকরুদ্ধ! ৪. নুতন দিনের জয় সবাইকে ধন্যবাদ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।